রাজ্যের খবর
শস্য বিমা প্রকল্পে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে এক পর্যালোচনা বৈঠক
A review meeting on compensation under the crop insurance scheme

Truth of Bengal: ‘দানার’ প্রকোপে ক্ষতিগ্রস্ত সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকে। বিশেষ করে চাষিদের ফসল ক্ষতি বেশি করে নজরে আসে। নষ্ট হয় শীতকালীন ফসল। এই নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণ নিয়ে বৈঠক করে।
সেই মত বুধবার আলিপুরে দ: ২৪ পরগণা জেলা শাসকের অফিসে সাম্প্রতিক ‘দানা’ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের দ: ২৪ পরগণা জেলার চাষীদের বাংলা শস্য বিমা প্রকল্পে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়।
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও পরিষদীয় বিষয়ক মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, প্রধান সচিব ওঙ্কার সিং মীনা সহ কৃষি বিভাগের বরিষ্ঠ আধিকারিকরা, জেলা শাসক ও জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকরা, পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিরাও।