মানসিক অবসাদের জের, ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক ব্যক্তি
A person committed suicide by hanging due to depression

The Truth Of Bengal : মালদা :- মানসিক অবসাদের জেরে বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক ব্যক্তি। আম বাগান থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করল মালদা থানার পুলিশ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার বর্গে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে পুরাতন মালদার ভাবুক অঞ্চলের কালিতলা গ্রামে।
জানা গেছে, মৃত ব্যক্তির নাম সুজিত সোরেন(৫৩), বাড়ি মিশন রোড শিমুলঢাব এলাকায়। মৃতের পরিবারে রয়েছে স্ত্রী ,এক মেয়ে ও এক ছেলে। সে রাজমিস্ত্রি পেশার সাথে যুক্ত ছিল। তবে বর্তমানে সেরকম কোন কাজ না থাকায় বাড়িতে বেশিরভাগ থাকতেন মৃত ব্যক্তি। কি কারনে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এ নিয়ে পরিবারের লোকজন দ্বন্দ্বে রয়েছে। ঘটনার জেরে বুধবার সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে।
আম বাগানে ঝুলন্ত দেহ দেখতে পেয়ে আশেপাশের লোকজন ভিড় জমান। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে মালদা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। যদিও পরিবারের অনুমান দীর্ঘদিন ধরে কাজ না থাকায় মানসিক অবসাদে ভুগছিলেন হয়তো সেই কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। যদিও গোটা ঘটনা তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।