রাজ্যের খবর

প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই পুকুরের জলে ডুবে মৃত্যু হল এক শিশুর

A child died after drowning in the water of the pond during the natural calamity

The Truth Of Bengal : নদিয়া, মাধব দেবনাথ : খেলতে খেলতে পুকুরে পড়ে গিয়ে জলে ডুবে মৃত্যু হল ৮ বছর বয়সী এক শিশুর। ঘটনায় শোকের ছায়া গোটা পরিবারে। জানা যায় মৃত শিশুর নাম সুমন বাগচী। ঘটনাটি ঘটে নদীয়ার শান্তিপুর থানা এলাকার এক নম্বর ওয়ার্ডের পাবনা কলোনী এলাকায়।

সূত্রের খবর, ওই শিশু দিন দশেক আগে মামার বাড়িতে বেড়াতে আসে। শিশুটির প্রকৃত বাড়ি বেথুয়া ডহরি সোনাডাঙ্গা এলাকায়। এমনিতেই সোমবার সকাল থেকেই চলছে প্রাকৃতিক দুর্যোগ, আর বাড়িতে কেউ না থাকায় বাড়ির বাইরে বেরিয়ে ২ শিশু খেলা করছিল, এরপর কারণবশত ডোবাতে পড়ে যায় সুমন বাগচী নামে শিশুটি। তৎক্ষণাৎ অন্য শিশুটি পরিবারকে খবর দিলে ছুটে আসে পরিবার।

এরপর বেশ খানিকটা সময় খোঁচাখুঁজি করলেও পরবর্তীতে কিশোরের দেহ জলে ভেসে ওঠে। তড়িঘড়ি নিয়ে আসা হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে, সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। আর এই ঘটনায় কান্নায় ভেঙে পড়ে শিশুর পরিবার। মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ এ ছাড়াও ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ বর্গে পাঠানো হয়। তবে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে শিশুর আকর্ষিক মৃত্যুর ঘটনায় শোকাহত গোটা এলাকা।

Related Articles