রাজ্যের খবর

ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার ৮টি সোনার বিস্কুট, আটক পাচারকারী

8 gold biscuits recovered on India-Bangladesh border, smuggler arrested

The Truth Of Bengal : বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের চেষ্টা ৷ বিএসএফের হাতে আটক এক ভারতীয় পাচারকারী । পাচারের আগে ধৃতের কাছ থেকে ৮ পিস সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে । যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫৬ লক্ষ টাকার কাছাকাছি ।ধৃত পাচারকারীর নাম সুবল মণ্ডল ।

সোনার বিস্কুট গুলো বাংলাদেশ থেকে ভারতে পাচার করার সময় বিএসএফের ১০২ নাম্বার ব্যাটেলিয়ানের সীমান্ত রক্ষী বাহিনী গোপন সূত্রে খবর পেয়ে পাচারকারীকে পাকড়াও করে।

অভিযুক্ত ব্যক্তিকে ইতিমধ্যেই তেতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দিয়েছে বিএসএফ জওয়ান ।এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে এলাকায়।

Free Access

 

Related Articles