রাজ্যের খবর
Trending

লোকসভা নির্বাচনের আগে রাজ্য পুলিশের শীর্ষ স্তরে বদলি ৪৬ জন আইপিএস

46 IPS transferred in top tier of state police ahead of Lok Sabha elections

The Truth Of Bengal : বুধবার সন্ধ্যায় রাজ্যে পুলিশে বড়সড় রদবদল করা হল। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা অ্যাডিশনাল ডিরেক্টর সিকিউরিটি পদেও বদল আনা হল।নতুন এডিজি আইনশৃঙ্খলা হলেন আইপিএস মনোজ বর্মা। মনোজ এতদিন রাজ্যের অ্যাডিশনাল সিকিউরিটি ডিরেক্টর ছিলেন। তাঁকে এডিজি আইনশৃঙ্খলা পদে নিয়ে যাওয়া হল। আর এতদিন এডিজি আইনশৃঙ্খলা পদে থাকা জাভেদ শামিমকে নিয়ে আসা হল রাজ্যের অ্যাডিশনাল সিকিউরিটি ডিরেক্টর পদে। অতিরিক্ত পদ হিসেবে এডিজি আইবি-র দায়িত্বও সামলাবেন তিনি।পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার তিন জেলা পুলিশ সুপার পদে রদবদল করা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

বসিরহাট পুলিশ জেলায় পুলিশ সুপার জবি থমাসের জায়গায় হোসেন মেহেদী রহমানকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে বারাসাত পুলিশ জেলার নতুন সুপার হয়েছেন প্রতীক্ষা ঝাড়খারিয়া। এই জেলার পুলিশ সুপার পদে থাকা ভাস্কর মুখোপাধ্যায় কে মালদা রেঞ্জের ডিআইজি করা হয়েছে। অন্যদিকে বনগাঁ পুলিশ জেলার নতুন পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল দীনেশ কুমার কে।

রাজ্যে পুলিশের মোট ৪৬ জন পদস্থ কর্তাকে বদলি করা হল। শুধু পুলিশের শীর্ষ পদে নয়, একাধিক ডিপার্টমেন্টের সচিব পদেও রদবদল করা হয়েছে বলে জানা যাচ্ছে।একাধিক ডেপুটি কমিশনার পদেও রদবদল করা হয়েছে। বদলি করা হয়েছে কালিম্পং, ইসলামপুর, বসিরহাট পুলিশ জেলার এসপিকেও। বদলি করা হয়েছে পূর্ব বর্ধমান এবং বীরভূমের জেলাশাসককে।বীরভূমের জেলাশাসক বিধানচন্দ্র রায়কে পূর্ব বর্ধমানের জেলাশাসক পদে পাঠানো হল। অন্যদিকে পূর্ব বর্ধমানের বর্তমান জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝিকে বীরভূমের জেলাশাসকের দায়িত্ব দেওয়া হল।

Free Access

Related Articles