দাদুর বাড়ি বেড়াতে এসে অগ্নিদগ্ধ! মৃত্যু ৩ বছরের শিশু কন্যার
3-year-old girl dies in fire while visiting grandfather's house

Truth Of Bengal: ফুটন্ত ভাতের হাড়ি উল্টে গিয়ে অগ্নিদগ্ধ! প্রাণ হারাল বছর তিনের শিশু কণ্যা। দাদুর বাড়ি আলমগঞ্জের কলাবাগানে। সেখানে বেড়াতে এসে এই ভয়ঙ্কর পরিণতির শিকার হল সে। মৃত শিশু কন্যার নাম ইশিকা যাদব, বয়স ৩।
মৃত শিশু কন্যার মা শীতল দেবী জানিয়েছেন উত্তরপ্রদেশের খুশিনগর জেলার গুল্লাহা গ্রামে থাকেন তিনি। কিছুদিন আগে তার বাপের বাড়ি আলমগঞ্জের কলাবাগানে বেড়াতে এসেছিলেন আর সেখানেই গত ইংরেজির ২২ তারিখে গ্যাস শেষ হয়ে যাওয়ার কারণে কাঠের উনুনে রান্না করার সময় শিশুটি উনুনে খোঁচা দেওয়াতে ফুটন্ত ভাতের হাড়ি উল্টে তার শরীরে পড়ে যায়।
ঘটনায় গুরুত্ব জখম অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। এতোদিন সে চিকিৎসাধীন ছিল। কিন্তু অবশেষে হল না শেষ রক্ষা।বৃহস্পতিবার সকাল ছটায় তার মৃত্যু হয়। এদিনই দুপুর তিনটে পনেরো মিনিটে বর্ধমান থানার পুলিশ শিশুটির মৃতদেহ ময়নাতদন্তের পর তার পরিবারের হাতে তুলে দেয়। দাদুর বাড়ি বেড়াতে এসে শিশুটির-এ ধরনের মৃত্যুতে শোকের ছায়া পরিবারের মধ্যে।