রাজ্যের খবর

মালদায় ৭০ লক্ষ টাকার মাদক সহ গ্রেফতার ৩

3 arrested with drugs worth Rs 70 lakh in Malda

The Truth Of Bengal : মালদা:- আবারো বড়সড় সাফল্য ইংরেজবাজার থানার পুলিশ ও গোয়েন্দা শাখার। প্রায় ১০ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ দম্পতি ও এক মহিলাকে গভীর রাতে গ্রেফতার করল ইংরেজ বাজার থানার পুলিশ।

জানা যায় একটি বাস বহরমপুর থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। এরা তিনজন সুজাপুর স্ট্যান্ড থেকে বাসে উঠেছে ডালখোলা যাবে বলে। দুজন মহিলা একজন পুরুষ জিয়াউল হক ও তার স্ত্রী এবং সবিতা খাতুন। মালদা শহরে ঢোকার সময় গোপন সূত্রে খবর পেয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা শাখার দল পরে ইংলিশবাজার থানার হাতে তাদেরকে তুলে দেওয়া হয়। ধৃতদের আজ পুলিশি হেফাজত চেয়ে মালদা জেলা আদালতে পেশ করা হবে।

Related Articles