রাজ্যের খবর

পাতিপুকুরে শ্লথ বিয়ার সহ গ্রেফতার ২ পাচারকারী

2 smugglers arrested with sloth bears in Patipukur

Truth Of Bengal: গোপন সূত্রে খবর পেয়ে পাতিপুকুর বাস স্ট্যান্ড থেকে শিশু শ্লথ বিয়ার উদ্ধার করলো উত্তর ২৪ পরগনা বনবিভাগ এর নর্থ ডিভিশনের আধিকারিকেরা। এদিন বেলা ১১ টা নাগাদ উত্তর ২৪ পরগনা জেলা বন বিভাগের ডিভিশনের আধিকারিকরা পাতিপুকুর বাসস্ট্যান্ড এলাকায় হানা দিয়ে দুই অভিযুক্ত বিট্টু মন্ডল ও মোহাম্মদ ইরফান গ্রেপ্তার করে আধিকারিকেরা।

বন আধিকারিক সূত্রের খবর, বাংলাদেশ সীমান্ত এলাকায় ঘোজাডাঙ্গা হয়ে উত্তর ২৪ পরগনা থেকে অন্য রাজ্যে পাচারের ছক কসছিল অভিযুক্তরা। শুক্রবার ওই দুই অভিযুক্তকে বারাসাত আদালতে হাজির করা হয়েছে। পাশাপাশি শিশু শ্লথ বিয়ারটিকে আদালতের নির্দেশের পরে চিকিৎসার জন্য পাঠানো হবে।