রাজ্যের খবর

টেম্পোর টায়ার ফেটে বিপত্তি আহত ১৭

17 injured in Tempo tire burst accident

Truth of bengal: টেম্পোর টায়ার ফেটেই ঘটল বিপত্তি। গাড়ি উল্টে আহত প্রায় ১৭ জন। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার চাকদার বিষ্ণুপুরে।

সূত্র মারফত জানা গেছে ঘটনায় আহত হয়েছে প্রায় ১৭ জন যাত্রী। আহতদের কল্যাণী জে এন এম হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে কিভাবে এমন ঘটনা ঘটলো তা এখনো জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles