রাজ্যের খবর

করিধ্যা পঞ্চায়েত এলাকায় পদ্ম ছেড়ে ঘাসফুলে যোগ পঞ্চায়েত সদস্য সহ ১৫০ পরিবারের

150 families including panchayat members leave padma and join grass flower in Karidhya panchayat area

The Truth Of Bengal :বীরভূম : পার্থ দাস : এবার সিউড়ি ১ ব্লকের কড়িধ্যা ঝোড়ামাঠ এলাকার বিজেপির সদস্যা সহ প্রায় ১৫০ টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল। দিন তিনেক আগেই এই বিজেপি কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছিল তৃণমূল। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছিল বিজেপি। কিন্তু ৭২ ঘন্টার মধ্যে উল্টোপুরান। সুর বদলে তৃণমূলের দাবি, ওটা নিজেদের মধ্যে মনমালিন্য। এক ঘরে থাকতে গেলে এরকম ঝগড়া হয়৷ অন্যদিকে সদ্য তৃণমূলে আসা কর্মীদের দাবি, ওটা পারিবারিক অশান্তি ছিল। যা কিছুজন রাজনৈতিক রঙ লাগাচ্ছে।

দিন তিনেক আগে কড়িধ্যা পঞ্চায়েত এলাকার ঝোড়ামাঠ গ্রামে তৃণমূল বিজেপির সংঘর্ষ হয়। সেই সময় বিজেপির অভিযোগ ছিল, ওই এলাকার তৃণমূল নেতারা ১০০ দিনের কাজের টাকায় কাটমানি চেয়েছিল। কিন্তু টাকা দিতে অস্বীকার করায় তৃণমূল কর্মীরা বিজেপির মহিলাকর্মীদের বেধড়ক মারধর করে বলে অভিযোগ। যদিও তৃণমূলের পাল্টা দাবি ছিল, ওখানে গ্রামবাসীরা ১০০ দিনের কাজের টাকা থেকে চাঁদা করে একটি কালী মন্দির করার পরিকল্পনা নিয়েছিল। সেই টাকা চায়তে গেলে বিজেপির লোকজন দিতে অস্বীকার করে। পাল্টা তৃণমূলের লোকজনদের বিজেপি কর্মীরা মারধর করে। তৃণমূল নেতারা আরও অভিযোগ তোলে যে, ওই এলাকার বিজেপির পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করতে চায়ছে। পাশাপাশি ওই এলাকায় তৃণমূলের লোকজনদের সরিয়ে বিজেপির লোকজন শাসক দলে এসে এলাকায় ক্ষমতা দখল করতে চায়ছে। তাই ওই অশান্তি করেছে।

সেই ঘটনার ৭২ ঘন্টার মধ্যে বিজেপির পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করল। আর সেই নিয়েই শুরু রাজনৈতিক তর্জা।

Related Articles