রাজ্যের খবর
প্রণামী বাক্সে চুরির অভিযোগে হাওড়ায় ১ যুবককে মারধর
1 youth beaten up in Howrah for stealing love box

Truth Of Bengal: চোর সন্দেহে মারধরের অভিযোগ হাওড়ায়। মন্দিরের প্রণামী বাক্স থেকে চুরি করার অভিযোগে মারধর করা হয়। হাওড়ার জগৎবল্লভপুরের ঘটনা। প্রণামী বাক্স থেকে টাকা চুরির অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে। তাকে হাতেনাতে পাকড়াও করে স্থানীয়রা।
দড়ি দিয়ে বেঁধে রেখে তাকে মারধর করে উত্তেজিত জনতা। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ওই যুবককে। জানা গেছে ওই যুবকের সাথে আরও ২ জন ছিল। কোনোক্রমে পালিয়ে বাঁচে তারা।