মাদক পাচার করতে গিয়ে গ্রেফতার ১, তদন্তে পুলিশ
1 was arrested while smuggling drugs, the police are investigating

The Truth Of Bengal: স্কুটি গাড়িতে করে মাদক পাচার করতে গিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুরের জুলপিয়ার দিক থেকে বারুইপুরের দিকে আসার পথে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, বারুইপুরের চম্পাহাটি এলাকার রাজু মোল্লা নামে এক বাসিন্দা মঙ্গলবার গভীর রাতে বিষ্ণুপুরের জুলপিয়ার দিক থেকে বারুইপুরের দিকে আসার পথে পুলিশের গাড়ি দেখে দ্রুত গতিতে পালিয়ে যাবার চেষ্টা করে। এরপর ওই ব্যক্তিকে সন্দেহ হওয়ায় তাকে আটক করে পুলিশ। রাজুর কথায় অসঙ্গতি থাকায় গাড়ি সার্চ করা হলে সেখানেই স্কুটি গাড়িটির সিটের নিচে ৬ কেজি গাঁজা পাওয়া যায়। এরপর টংতলা এলাকা থেকে রাজু মোল্লাকে গ্রেফতার করে পুলিশ।
ঘটনার খবর দেয়া হয় বাড়িপুর থানার আইসি সৌমুজিৎ রায় ও বারুইপুর BDO কে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বারুইপুর থানার আইসি ও ব্লক ডেভেলপমেন্ট অফিসার। ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।এরপর বুধবার তাকে আলিপুর আদালতে পেশ করা হবে।
FREE ACCESS