
The Truth Of Bengal, বিষ্ণুপুর, বাঁকুড়া:- বিষ্ণুপুর যদুভট্ট মঞ্চে একটি অনুষ্ঠান সম্পন্ন করে কোতুলপুর এর বাসিন্দা চন্দন দাস এবং হেতিয়ার বাসিন্দা জীবন অধিকারী একটি মোটর বাইক করে জয়পুরের দিকে যাচ্ছিল। সেই সময় হঠাৎ তারা দুর্ঘটনার কবলে পড়েন।
সূত্রের খবর, দু’নম্বর রাজ্য সড়কে জয়পুর জঙ্গলের মাঝামাঝি অবস্থানে গিয়ে সামনে একটি লরি ধাক্কা মারে জঙ্গলে থাকা গাছের একটি ডালায় সেই ডালা ভেঙ্গে গিয়ে সজোরে আঘাত মারে বাইকের উপর। এরপর বাইক থেকে চন্দন দাস ও জীবন অধিকারী ছিটকে পড়ে রাস্তায়। দুর্ভাগ্যক্রমে পেছন দিক থেকে একটি লরি এসে চন্দন দাসের পায়ের উপর দিয়ে চলে যায়।
গুরুতর আহত অবস্থায় দুজনাকে নিয়ে আসা হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে চন্দন দাসের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে অন্যত্র রেফার করে। পরিবারের লোকজনের পক্ষ থেকে তাকে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়।
FREE ACCESS