সাগরপাড়ায় আগ্নেয়াস্ত্র ম্যাগাজিন গুলি সহ, গ্রেফতার ১
1 arrested with firearms, magazines and bullets in Sagarpara

Truth Of Bengal: বিক্রি করার আগেই সহ পুলিশের জালে গ্রেফতার এক যুবক সাগরপাড়ায়। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে মুর্শিদাবাদে সাগরপাড়া থানার ধনিরামপুর নতুন বাবনাবাদ এলাকায় অভিযান চালায় সাগরপাড়া থানার পুলিশ। ওই এলাকায় অভিযান চালানোর সময় এক যুবক ঘোরাফেরা করছিল। তাকে সন্দেহভাজন বলে আটক করা হলে তার কাছ থেকে উদ্ধার হয় একটি সেভেন এম এম পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি। তারপরে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।
ধৃত যুবকের নাম লালন শেখ। তার বাড়ি সাগরপাড়ার ধনিরামপুর নতুন বাবনাবাদ এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, ওই ব্যাক্তি আগ্নেয়াস্ত্র বিক্রি করার উদ্দেশ্যে ঘোরাফেরা করছিল। গোপনে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন সহ তাকে গ্রেফতার করা হয়।
আরও জানা যায়, ধৃত যুবককে সোমবার বিচারকের কাছে সাতদিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা জজ আদালতে পাঠায় পুলিশ। তবে কোথা থেকে আগ্নেয়াস্ত্র আসলো, কোথায় বিক্রি করতো, এই ঘটনায় আর কে বা কারা জড়িত আছে এই সকল প্রশ্নের উত্তর খুঁজে পেতে ঘটনার পুরো তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ।