রাজ্যের খবর
সোমবার রিষড়ায় আসলো একদল কেন্দ্রীয় বাহিনী
A group of central forces came to Rishra on Monday

The Truth Of Bengal, হুগলি : লোকসভা ভোটের আগেই রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী।নির্বাচনের আগে সাধারণ ভোটারদের মনোবল বাড়াতে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির যাতে কোথাও কোনওভাবে অবনতি না হয় তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ চলছে ।
সোমবার , রাত ৯ টা নাগাদ হুগলির রিষড়া থানায় এসে পৌঁছলেন একদল কেন্দ্রীয় বাহিনী । কেন্দ্রীয় বাহিনী রিষড়া থানা পুলিশকে নিয়ে রিষড়ার বিভিন্ন এলাকায় তারা টহলদারি চালায় ।
তারা জানান , লোকসভার কথা মাথায় রেখে রিষড়া থানায় এলাকার সেনসিটিভ এলাকাগুলোতে এই টহলদারি করা হচ্ছে।
Free Access