
The Truth of Bengal: সিদ্ধার্থ মালহোত্রা তাঁর মোস্ট অ্যাওটেডেড সিনেমা ‘যোদ্ধা’র জন্য চর্চায় রয়েছেন বেশকিছু দিন ধরে। বৃহস্পতিবার প্রকাশ্যে এল সেই সিনেমার ট্রেলার। এই ছবিতে ফের ভারতীয় জওয়ান-এর ভূমিকায় দেখা যাচ্ছে সিদ্ধার্থকে। সিদ্ধার্থ ছাড়াও এই ছবিতে রয়েছেন যাবে দিশা পাটানি এবং রাশি খান্না। ছবিতে সন্ত্রাসবাদীদের হাত থেকে একটি হাইজ্যাক করা বিমানকে কীভাবে উদ্ধার করবে সিদ্ধার্থ ও তাঁর এয়ারফোর্স টিম তারই ঝলক মিলল ছবির প্রথম ঝলকে। চলতি মাসের ১৫ তারিখ বড়পর্দায় আসবে যোদ্ধা। তার আগে আজকের বিনোদনের সাতকাহনে দেখে নেওয়া যাক যোদ্ধার সদ্য মুক্তিপ্রাপ্ত ট্রেলারটি।