Uncategorized
Trending

নাম এসএস নেমেসিস, খোঁজ মিলল ১২০ বছর আগে হারানো ডুবে যাওয়া জাহাজের ধ্বংসস্তুপের

Wreck of shipwreck lost 120 years ago found

The Truth Of Bengal, Mou Basu : নামের মধ্যেই আছে নেমেসিস (nemesis)। নেমেসিস অর্থাৎ নিয়তি। গন্তব্যে পৌঁছনোর আগেই ১২০ বছর আগে ভয়ঙ্কর ঝড়ের কবলে পড়ে সমুদ্রে সলিল সমাধি ঘটে এসএস নেমেসিস নামক মালবাহী জাহাজের। ১২০ বছর আগে সমুদ্রে ডুবে যাওয়া জাহাজের ধ্বংসস্তুপের খোঁজ মিলেছে অস্ট্রেলিয়া উপকূলে। ১৯০৪ সালের জুলাইতে অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে কয়লা নিয়ে রওনা দেয় মালবাহী জাহাজ এসএস নেমেসিস। জাহাজে ছিলেন ৩২ জন কর্মী। রওনা দেওয়ার কয়েক দিনের মধ্যেই ভয়ঙ্কর ঝড়ের কবলে পড়ে মালবাহী জাহাজ। গন্তব্যে পৌঁছনোর আগেই সমুদ্রে ডুবে যায় জাহাজটি। নিউ সাউথ ওয়েলসের উপকূলের কাছে ঘটে সামুদ্রিক ঝড়। ঝড়ের এক সপ্তাহ পর সিডনির ক্রোনুলা সমুদ্র সৈকতে ভেসে আসে ডুবে যাওয়া জাহাজের কিছু অংশ। সমুদ্র সৈকতে ভেসে আসে জাহাজ কর্মীদের নিথর দেহও।

কিন্তু ডুবে যাওয়া জাহাজের সম্পূর্ণ ধ্বংসাবশেষের পুরো খোঁজ মেলেনি। ২০২২ সালে হারানো জাহাজের ধ্বংসস্তুপের খোঁজে সমুদ্র তলে তল্লাশি চালাচ্ছিল Subsea Professional Marine Service নামক রিমোট সেনসিং সংস্থা। সমুদ্রের তলায় ১২০ বছর ধরে নিমজ্জিত থাকলেও একই রকম রয়েছে জাহাজের কাঠামো।

উপকূল থেকে ১৬ কিলোমিটার দূরে সমুদ্রের ৫২৫ ফুট গভীরে ডুবে যাওয়া জাহাজের ধ্বংসস্তুপের খোঁজ মিলেছে। মেরিন ও রিমোট কন্ট্রোলড ভেহিক্যাল টিম জাহাজের ধ্বংসস্তুপের খোঁজ পেয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন ঝড়ের সময় বিশাল ঢেউয়ের ধাক্কায় এত তাড়াতাড়ি ডুবে যায় এসএস নেমেসিস নামক মালবাহী জাহাজটি যে কর্মীরা লাইফবোট ভাসানোর সময়ও পাননি।

 

FREE ACCESS

Related Articles