Uncategorized
Trending

ইউটিউব দেখে বাইকের ইঞ্জিন দিয়ে তৈরি করলেন প্যারাগ্লাইডার

Watch YouTube and make a paraglider with a bike engine

The Truth Of Bengal :  মধ্যবিত্তের আকাশছোঁয়ার গল্প সফল করলেন নদীয়ার পার্থ মন্ডল। বাড়ি নদীয়ার ধানতলা থানার দোলুয়াবাড়ি এলাকায়। বয়স ২৪, পেশায় রাজমিস্ত্রির কাজ করেন তিনি । ছোটবেলা থেকেই শখ ছিল নিজে হাতে এমন কিছু বানিয়ে আকাশে ঘুরে বেড়াবেন।দীর্ঘ ৬ বছরের চেষ্টায় এমনই যন্ত্র আবিষ্কার করে ফেলেছেন যা দিয়ে ডাঙাতেও চলা যাবে, অন্যদিকে আকাশেও ওড়া যাবে। এক কথায় যাকে বলা হয় প্যারাগ্রাইডার।

৮০ কিলো ওজন ২২৪ সিসির বাইকের ইঞ্জিন দিয়ে তৈরি করে ফেলেছেন এমনই

আশ্চর্য আবিষ্কার। নিজের হাতে তৈরি করা প্যারাগ্রাইডার নিয়ে আকাশেও চক্কর কেটেছেন। এই আশ্চর্য আবিষ্কার দেখতে প্রতিদিন ভিড় করছেন স্থানীয় বাসিন্দারা। এই প্যারাগ্রাইডারে বসার জায়গা রয়েছে একজনের।

এলাকার যুবকের এই কর্মকাণ্ড দেখে খুশি এলাকাবাসীরা। এই অভিনব আবিষ্কার দেখতে প্রতিদিনই প্রায় মানুষের ভিড় জমচ্ছে পার্থের বাড়িতে। আর নিজের হাতে স্বপ্নপূরণ করতে পেরে খুবই খুশি পার্থ মন্ডল। এই প্যারাগ্রাইডার বানাতে তিনি সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়েছেন । তার পরেই একটু একটু করে গড়ে ফেলেছেন এমনই অভিনব জিনিস।পেট্রোল চালিত এই যন্ত্র তৈরি করতে খরচ হয়েছে প্রায় 2 লাখ টাকা। কিছু যন্ত্র অনলাইনে বাকিটা খোলা বাজার থেকে কিনেছেন তিনি ।

Free  Access

Related Articles