স্কুল চত্বরে অতর্কিত হামলা! জখম ৩ শিশু সহ পাঁচ
Violent Clashes In Dublin After Children Stabbed Outside School

The Truth of Bengal: মার্কিন মুলুকের মতোই আয়ারল্যাণ্ডেও অতর্কিতে হামলার নজির মিলল। এবার আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে একটি স্কুলের বাইরে এক উদ্ধত শরনার্থী ছুরি নিয়ে হামলা চালাল। হামলায় আহত হয়েছে তিন শিশু সহ পাঁচ জন। যার মধ্যে ২ জন পাঁচ বছরের শিশু ও একজন ছয় বছরের শিশু রয়েছে।এছাড়াও আহতদের মধ্যে রয়েছেন একজন প্রাপ্ত বয়স্ক।
এই হামলার আততায়ীকে ধরে ফেলেন ডাবলিনের স্থানীয় মানুষ। ধ্বস্তাধ্বস্তি-মারামারিতে আহত হয় খোদ হামলাকারীও। পুলিশ সূত্রে খবর ওই হামলাকারীর বয়স পঞ্চাশ বছর। এই ঘটনার পরই শরণার্থীদের মধ্যে ছড়ায় উত্তেজনা। দিকে দিকে শুরু হয় বিক্ষোভ। ও’কনেল স্ট্রিটে বিভিন্ন দোকানে ভাঙচুর শুরু করে এক দল বিক্ষোভকারী। দোকান লুটপাট এমনকি পুলিশের গাড়িতেও আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। তাঁদের দাবি, সমস্ত উদ্বাস্তুদের আয়ারল্যান্ড থেকে বের করে দিতে হবে। শরণার্থীদের দমন করাও দেশ থেকে বের করে দেওয়ার দাবি তুলে স্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা। ‘আইরিস বাসিন্দাদের জীবনের ব্যপার’ বলে প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ করতে দেখা যায় আন্দোলনকারীদের। বিক্ষোভের জেরে শহর জুড়ে ব্যাহত হয় যান চলাচল।
বিক্ষোভে পরই ড্যানিয়েল অ’কনেলের সামনে একটি বাসেও আগুন ধরিয়ে দেয় তাঁরা। আন্দোলন ঠেকাতে নামানো হয় ৪০০ পুলিশ। পুলিশ বিক্ষোভ আটকাতে গেলে শুরু হয় পুলিশের সঙ্গে উদ্বাস্তু বিরোধী বিক্ষোভকারীদের ধস্তাধস্তি। প্রায় ৩ ঘণ্টা পর পরিস্থিতি সামাল দেয় পুলিশ। ঘটনার তীব্র নিন্দা করে এক পুলিশের ভারপ্রাপ্ত এক কর্মী জানিয়েছেন, এই ধরনের হিংসার পিছনে অতি ডান পন্থীদের উস্কানি রয়েছে। আইরিশ বিচারমন্ত্রী হেলেন ম্যাকান্টি বলেছেন যারা এই হিংসায় মদত দিচ্ছে তাঁদের রেহাই দেওয়া হবে না।
Free Access