Uncategorized

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন তাপস মণ্ডল ও কৌশিক মাঝি

Tapas Mondal and Kaushik Majhi got bail in primary recruitment corruption case

Truth Of Bengal: পুজোর আগে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও দুইজন জামিন পেলেন। মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালত থেকে জামিনে মুক্তি পেলেন নিয়োগ দুর্নীতির অভিযুক্ত তাপস মণ্ডল ও কৌশিক মাঝি। সিবিআই করা মামলায় তাঁরা জামিন পেলেন। উল্লেখ্য, এই মামলায় কয়েক দিন আগে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যও জামিন পেয়েছিলেন। এবার তাঁর ঘনিষ্ঠ তাপসও জামিন পেলেন।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের সূত্র ধরে তাপস ও নীলাদ্রির খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। তাপস প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি এবং শাসকদলের বিধায়ক মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ। তাঁর বিরুদ্ধে টাকার বিনিময়ে শিক্ষক পদে অযোগ্যদের নিয়োগের অভিযোগ রয়েছে। বারবার জামিনের আবেদন করা সত্ত্বেও তা খারিজ হয়েছিল। তাঁর আইনজীবীর দাবি, ৫৯৫ দিন পার হলেও বিচারপ্রক্রিয়া শুরু হয়নি। অবশেষে জামিন মিলল।

২০১৪ সালে প্রাথমিকে নিয়োগের পরীক্ষায় আসল OMR শিট নষ্ট হয়েছে বলে হাইকোর্টে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাদের দাবি, আসল প্রতিলিপি নষ্ট হলেও ডিজিটাইজড তথ্য বিদ্যমান। পরীক্ষার্থীদের OMR শিট মূল্যায়নের জন্য এস বসু রায় অ্যান্ড কোম্পানি দায়িত্ব পেয়েছিল। তারা OMR শিট স্ক্যান করেছে। এই সংস্থার আধিকারিক কৌশিক মাঝিকে সিবিআই গ্রেপ্তার করেছিল। এদিন এস বসু রায় সংস্থার আধিকারিকও জামিন পেলেন।