পাণ্ডুয়ায় কর্মীদের বিক্ষোভের মুখে সুকান্ত মজুমদার
Sukant Mazumder in the face of workers' protests in Pandua

The Truth Of Bengal: বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সামনে দলের কোন্দল। হুগলির পাণ্ডুয়ার কাকলি সিনেমা হলে কর্মীসভা ছিল। সেখানে দলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন সুকান্ত। কর্মীসভায় সুকান্ত বলেন, দলের সংগঠনকে আরও মজবুত করতে হবে। মানুষের কাছে যেতে হবে। বোঝাতে হবে তৃণমূল গরিবের জন্য নয়। নতুন পুরনো সবাইকে এক হয়ে সংগঠন মজবুত করতে নির্দেশ দেন সভাপতি।
মঞ্চ থেকে সুকান্ত মজুমদার নেমে আসতেই তাকে ঘিরে ধরেন কয়েকজন কর্মী সমর্থক। তারা অভিযোগ জানাতে থাকেন, মণ্ডল সভাপতিরা ঠিক মতো কাজ করেন না। লোকসভা ভোটে দেখা গিয়েছে, তৃণমূলের সঙ্গে তারা মিলে রয়েছেন। এভাবে সংগঠন চলতে পারে না। জেলা সভাপতিকে জানিয়েও কোনও ফল হয়নি। তাই রাজ্য সভাপতিকে সামনে পেয়ে তাঁরা তাদের ক্ষোভ উগরে দেন। সভাপতি তাদের আশ্বস্ত করেন বিষয়টি দেখা হবে বলে।
দলের কর্মীদের বিক্ষোভের সামনে পড়ে অস্বস্তিতে পড়েন সুকান্ত। এদিনের এই ঘটনায় বার সামনে চলে এল বিজেপির দলের কোন্দল। যা সামলাতে হিমশিম খেতে হচ্ছে দলের নেতৃত্বকে। রাজ্যের সব জায়গায় এখন এমন পরিস্থিতি। সদ্য চার কেন্দ্রে উপনির্বাচনে হারের পর বিজেপির দলের অন্দরের হতশ্রী দশা আরও সামনে চলে আসছে।