Uncategorizedরাজ্যের খবর

মধ্যমগ্রামের এক স্কুলে শুরু হল স্মার্ট ক্লাস, আনান্দিত ছাত্রছাত্রী

Smart class started in a school in Madhyamgram, happy students

The Truth Of Bengal: উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের সাহারা বিদ্যাভবন স্কুলে শনিবার স্মার্ট ক্লাসের উদ্বোধন করা হয়। এতে অত্যন্ত খুশি স্কুলের বাচ্চারা থেকে শুরু করে ছাত্র ছাত্রীদের অভিভাবকরা।

জানা যায়, উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের সাহারা বিদ্যাভবন স্কুলে ছোট শিশুদের বিভিন্ন বিনোদন ও আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে শিক্ষিত করে তুলতে স্মার্ট ক্লাসের উদ্ভোধন করা হল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যমগ্রামের বিধায়ক তথা খাদ্য দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী রথীন ঘোষ।

এছাড়াও উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান নিমাই ঘোষ সহ স্থানীয় কাউন্সিলর, স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।

 

FREE ACCESS

Related Articles