The Truth Of Bengal, Mou Basu: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটে প্রোজেক্ট লিঙ্কড পার্সন পদে ২টি শূন্যপদে নিয়োগ করা হবে। অস্থায়ী চুক্তিভিত্তিক চাকরি। অফলাইন মোডে নিয়োগ করা হবে। চাকরির বিজ্ঞাপনে বলা হয়েছে, কম্পিউটার সায়েন্স /ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিকস/ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ডেটা সায়েন্স বা সমতুল্য বিষয় পিএইচডি ডিগ্রি থাকতে হবে।
আগাগোড়া মেধাবী পড়ুয়া হতে হবে। গবেষণাপত্র প্রকাশিত হবে। কম্পিউটার প্রোগ্রামিংয়ে জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। মহিলা, তপশিলি জাতি ও উপজাতি আর ওবিসি চাকরিপ্রার্থীদের জন্য বয়সে ছাড় মিলবে। বেতন মিলবে মাসে ৩৫ থেকে ৪২ হাজার টাকার মধ্যে।
অনলাইনে ইন্টারভিউ নেওয়া হবে। আগ্রহী চাকরিপ্রার্থীদের কভার লেটার, আবেদনপত্র ও প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে পাঠাতে হবে ইমেইল আইডিতে। ৬ মে’র মধ্যে আবেদন করতে হবে।