Uncategorizedরাজ্যের খবর

গৌড়বঙ্গের শিল্পী সুরের জাদুকর নামে খ্যাত ভগবান মালিকে সংবর্ধনা কলকাতা পুলিশের,

Kolkata Police felicitate Bhagwan Malik, who is known as the magician of Gaur Bengal music.

The Truth Of Bengal: সুরের জাদুতে তিনি মোহিত করেন পথিকদের । তাঁর বেহালার সুরে উঠে আসে বাংলা-হিন্দির নানা রোমান্টিক গান। কোডিডকালে গৃহবন্দি মানুষের মনের খোরাক জোগাতে মালদা থেকে কলকাতায় ছুটে আসেন ভগবান মালি। সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ জনপ্রিয়। গৌড়বঙ্গের এই দরদী শিল্পীকে সংবর্ধনা দিয়েছে কলকাতা পুলিশ।

মালদার সুরের জাদুকর নামে খ্যাত,ভগবান মালি।তাঁর সুরের মাদকতায় থমকে দাঁড়াতে বাধ্য হন পথিকরা।তাঁর এই পথমাঝে সুরের দরবার সেই উইলিয়াম ওয়ার্ডওয়ার্থের সলিটারি রিপারের কথা মনে করিয়ে দেয়। বাংলা থেকে হিন্দির রোম্যান্টিক গান থেকে করুণরস সবই ধরা পড়ে তাঁর জাদুযন্ত্রে।লাগ যা গলে…’, ‘দিওয়ানা হুয়া বাদল’ কিংবা ‘কাঁহি দূর যাব দিন ঢাল যায়ে… সহ আরও অসংখ্য গানের সুর তাঁর এই মরচে পড়ে যাওয়া বেহালায় উঠে আসে।মালদার বালুচর এলাকায় বাড়ি এই প্রবীণ শিল্পীর।প্রাণের সুর সাধনার জন্য মালদা ছাড়িয়ে কখনও কলকাতা কখনও শিলিগুড়ি চলে যান। লক্ষ্য একটাই,পথের সাথীদের সুরের ছোঁয়া দিয়ে ক্লান্তি ভুলিয়ে দেওয়া বা মনে আলাদা আবেশ তৈরি করা।

এই ভগবানের সুন্দর স্বভাব হল যেখানেই যান সেখানেই তিনি মানুষকে আপন করে নেন।বেহালা অন্ত প্রাণ এই মানুষটির শিল্প-দরদ সবাইকেই মুগ্ধ করে। পরিবারে রয়েছে স্ত্রী সহ তিন সন্তান।অশক্ত শরীর নিয়ে তিনি কাজ করতে পারেন না।বেহালা বাজিয়েই দৈনিক  রোজগার হয় ৪০০থেকে ৫০০টাকা। এরমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনপ্রিয়তার শিখরে পৌঁছে গেছেন ভগবান মালী।ভগবানের আসর যেখানেই বসে সেখানে জমাটি ভিড় হয়।কোভিডের সময় গৃহবন্দি মানুষদের মনের রসদ জুগিয়ে সবাইকে স্বস্তি দিয়েছেন।তাঁর সাধনা,ভালোবাসা আর মেঠো সুর মাত করে শ্রোতাদের মন।

Related Articles