হেমন্ত সোরেনকে আবার তলব ইডির, হাজিরা না দিলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
ED summons Hemant Soren again

The Truth of Bengal: বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদের পরেও রেহাই নেই। ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে তলব করল ইডি। এবার ২৭ জানুয়ারি, শনিবার থেকে ৩১ জানুয়ারি, বৃহস্পতিবারের মধ্যে মুখ্যমন্ত্রীতে হাজিরা দিতে বলা হয়েছে বলে সূত্রের খবর।
এবার হাজিরা দেওয়ার জন্য হেমন্ত সোরেনকে পাঁচদিন সময় দেওয়া হয়েছে। আর্থিক তছরুপের মামলাতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করবে ইডি। এই সময়ের মধ্যে এবার তিনি হাজিরা না দিলে ইডি কড়া পদক্ষেপ করতে পারে বলে ইডি সূত্রের খবর। এর আগে একের পর সমন এড়িয়ে যাওয়ায় গত ২০ জানুয়ারি, শনিবার সরাসরি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বাড়িতে হানা দিয়েছিল ইডি আধিকারিকদের একটি দল।
একেবারে দিল্লি থেকে সরাসরি ইডি-র ৩ সদস্যের একটি দল এদিন রাঁচিতে হেমন্ত সোরেনের সরকারি বাসভবনে যান। তাঁরা রা ৮টি ফাইল এবং ৩০০ প্রশ্নের একটি তালিকা নিয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকেছিলেন। তারপর দীর্ঘক্ষণ ধরে চলে জিজ্ঞাসাবাদ। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা বাড়ানো হয়। যদিও এই মামলায় তাঁর নাম জড়ানো এবং ইডি-র তলব বেআইনি ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি হেমন্ত সোরেনের।