Uncategorized

মর্মান্তিক পথ দুর্ঘটনা ময়নাগুড়িতে! মৃত্যু বাইক আরোহীর

Bike Accident in Jalpaiguri

The Truth of Bengal: শুক্রবার সন্ধ্যায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। দুর্ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি- ধূপগুড়ি ৩১ নং জাতীয় সড়কের ঝাঁঝাঙ্গী সংলগ্ন একটি পেট্রোল পাম্প এলাকায়।  মৃত বাইক আরোহীর নাম মহেশ রায় (৪৫)। তিনি সাপ্টিবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন।

জানা যাচ্ছে, এদিন সন্ধ্যায় ঝাঁঝাঙ্গী থেকে ব্যাক্তিগত কাজ সেরে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় দ্রুতগতির একটি ট্রলার বাইকের পিছনে ধাক্কা মারে। তাতেই আটকে যায় বাইকটি। ট্রলার কিছুটা পথ টেনে নিয়ে যায়। তার নীচে আটকে পড়ে গুরুতর জখম হয় বাইক আরোহী। খবর পেয়ে ময়নাগুড়ি হাইওয়ে ট্রাফিক দুই এর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

এরপর স্থানীয় এবং পুলিশ দ্রুত আহত ব্যক্তিকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘাতক ট্রলারটিকে আটক করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানা। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় ট্রলারের চালক নেশাগ্রস্ত ছিলেন। সেই কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Free Access

Related Articles