প্রধানমন্ত্রীর প্রচারে বড় বিপত্তি, হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মঞ্চ
Big setback in the Prime Minister's campaign, the stage collapsed

The Truth of Bengal: মোদির প্রচারে মঞ্চ ভেঙে বিপত্তি, ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের জব্বলপুরে। জব্বলপুরে একটি রোড-শো করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই রোড-শো চলাকালীন একটি মঞ্চ ভেঙে পড়ে হুড়মুড়িয়ে। দুর্ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। এই ঘটনার পর মুহূর্তে হুলুস্থুলু কাণ্ড শুরু হয়। শুরু হয় ছোটাছুটি। ছড়ায় আতঙ্ক। পুলিশ দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
জানা গিয়েছে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রোড শো-এর জন্য রামপুর-গোরক্ষপুর রোডের রাস্তার ধারে একটি স্বাগত মঞ্চ তৈরি করা হয়েছিল। সেই মঞ্চের সামনে দিয়ে গাড়ি করে যাওয়ার কথা ছিল মোদির। প্রধানমন্ত্রীর গাড়ি মঞ্চের সামনে দিয়ে যাওয়ার তাঁকে দেখার জন্য একসঙ্গে প্রচুর মানুষ ওই মঞ্চে উঠে পড়েন। এত মানুষের ভার না নিতে পারায় মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে মঞ্চটি। জখম হন সাত জন।
आज जबलपुर में रोड शो बेहद शानदार रहा! यहां के मेरे परिवारजनों का जोश और जुनून ये बता रहा है कि हमें तीसरे कार्यकाल का आशीर्वाद मिलने जा रहा है। बेहतर इंफ्रास्ट्रक्चर और सड़कों के साथ-साथ हमने यहां हर क्षेत्र में अभूतपूर्व कार्य किए हैं। इससे जबलपुर के विकास को नए पंख लगे हैं। pic.twitter.com/fwdWfYoaUZ
— Narendra Modi (@narendramodi) April 7, 2024
রোড শো চলাকালীন রাস্তার ধার থেকে বিজেপি কর্মীরা স্লোগান দিতে থাকেন। প্রধানমন্ত্রী মোদি জনতাকে হাতজোড় করে অভ্যর্থনা জানাতে জানাতে এগিয়ে যাচ্ছিলেন। রামপুর-গোরক্ষপুর রোডে প্রধানমন্ত্রীর কনভয় এগিয়ে যেতেই ওই মঞ্চটি ভেঙে পড়ে। বহু মানুষ উঠে পড়ায় মঞ্চটি ভেঙে পড়ে। এই ঘটনায় এক মহিলা ও এক পুলিশকর্মী সহ চার জনের হাত ও পায়ের হাড় ভেঙে যায়। অন্য তিনজন মহিলা সামান্য জখম হন। এই ঘটনাত জেরে প্রচারে কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয়। তবে নিরাপত্তারক্ষীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে রাস্তার দুই পাশে একাধিক মঞ্চ বানানো হয়েছিল। ব্যানার ও পোস্টার দিয়ে গোটা রাস্তা মুড়ে ফেলা হয়েছিল। প্রধানমন্ত্রী মোদির রোড-শো ঘিরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছিল এসপিজি। নিরাপত্তায় ছিল রাজ্য পুলিশও। মোদিকে দেখার জন্য বহু মানুষ ভিড় করেছিলেন রাস্তার দু’ধারে।