The Truth Of Bengal: এপ্রিলের ২৫ তারিখ টেক মাহিন্দ্রা থেকে মোট ৬০০০ জন ফ্রেশার নিয়োগ করতে চলেছে। IT কোম্পানি কিংবা পরিষেবা গুলির মধ্যে টেক মাহিন্দ্রা যথেষ্ট খ্যাতনামা সংস্থা, সেখানেই ২০২৫ এর আর্থিক বছরে এই নিয়োগ হতে চলেছে। যার কারণ হিসেবে মনে করা হচ্ছে যে, ৩১ শে মার্চ পর্যন্ত টেক মাহিন্দ্রা থেকে মোট ৭৯৫ জন কর্মী বিচ্ছেদ হয়েছেন এবং গোটা আর্থিক বছর ২৪ এর হিসেবে এর হেডকাউন্ট হয়ে দাঁড়িয়েছে মোট ৬,৯৪৫ জন কর্মীর হিসেবে।
সিইও মোহিত জোশীর ইতিপূর্বে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, “টেক মাহিন্দ্রায় বর্তমানে লাগাতার গ্র্যাজুয়েট নিয়োগ চলছে এবং আমরা প্রতি ৩মাসে ১৫০০ এরও বেশি নতুন স্নাতককে অভিজ্ঞতা অর্জনের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি”। তাছাড়াও তিনি আরও বলেন যে, তারা ইতিমধ্যেই এই সকল ফ্রেশারদের প্রশিক্ষণ দেওয়ার জন্য একটি পরিকল্পনা তৈরি করছেন নতুন চিফ লার্নিং অফিসারের অধীনেই।
তাছাড়াও শুধুমাত্র টেক মাহিন্দ্রা নয়, এফওয়াই ২৫ (FY25) এ প্রায় ৪০,০০০ ফ্রেশারদের নিয়োগের কথা পরিকল্পনা করতে চলেছে টিসিএস (TCS)। আপাতত টেক মাহিন্দ্রার সিএফও রোহিত মনে করছেন যে, তাদেরএই সিদ্ধান্তে রেভেনিউ কিংবা মার্জিন আরও স্বচ্ছল করতে সক্ষম হবেন তারা।