প্রকাশ্যে ‘আর্যা’র শেষপর্বের টিজার, প্রতিশোধের লক্ষ্যে সারিন
'Arya' Finale Teaser Out, Sareen Aims For Revenge

The Truth Of Bengal: শেষ হওয়ার পথে সুস্মিতা সেনের জনপ্রিয় আর্যা সিরিজ। বুধবার প্রকাশ্যে এল এই ক্রাইম ড্রামা সিরিজের অন্তিম পর্বের টিজার।
বুকে গুলি লেগে মাটিতে লুটিয়ে পড়েছেন “আর্যা” ওরফে সুস্মিতা সেন! তাহলে কী শেষ আর্যার কাহিনি নাকি শেষ হওয়ার আগে ঘুরে দাঁড়াবেন আহত বাঘিনী? সুস্মিতা সেনের ক্রাইম ড্রামা সিরিজ “আর্যা সিজন ৩” এর দ্বিতীয় ভাগ মুক্তির দোড়গোড়ায়। আগামী ৯ ফেব্রুয়ারি আসতে চলেছে সিরিজের শেষ অংশ। বুধবার এর টিজার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন খোদ আর্যা। যেখানে দেখা যাচ্ছে আহত আর্যা শারিন শেষ আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন। এবং তিনি ক্যাপশনে লিখেছেন, “আখরি শাঁস লেনে সে পেহলে, এক আখরি বার উসকে পাঞ্জে জরুর নিকলেঙ্গে।” ভিডিওতে মিস সেনের কণ্ঠস্বর শিহরণ জাগাবে মনে। ঠিক যেন আহত বাঘিনীর গর্জন।যে মরার আগে শেষ থাবা মারার জন্য মুখিয়ে আছে।
নতুন টিজার সিজন ৩ এর শেষাংশের ইঙ্গিত দিলেও নিশ্চিত নয় যে এখানেই সিরিজটি শেষ। এ বিষয়ে মুখ খোলেননি কেউ। সিজন ৩-এর চার-পর্বের প্রথম অংশটি ৩ নভেম্বর ২০২৩ এ প্রিমিয়ার হয়েছিল। সেই পর্বে নজর কেড়েছিলেন অভিনেত্রী ইলা অরুণ ও ইন্দ্রনীল সেনগুপ্ত। সেখানেই জোরালো ইঙ্গিত ছিল শেষ আক্রমণের। ২০২০ সালে “আর্যা”র হাত ধরেই বলিউডে কামব্যাক করেন প্রাক্তন বিশ্বসুন্দরি সুস্মিতা সেন। এই সিরিজ তাঁকে নতুন করে জনপ্রিয়তা দিয়েছে অনুরাগীমহলে। এরপর গতবছর অভিনেত্রী ট্রান্সজেন্ডার কর্মী শ্রীগৌরি সাওয়ান্তের জীবনের উপর ভিত্তি করে “তালি” সিরিজেও দুর্দান্ত অভিনয় করে তালির জোরাল শব্দে সকলকে চমকে দিয়েছেন। এবার “আর্যা”র অন্তিম পর্বে তিনি কী খেল দেখান তা দেখার জন্য মুখিয়ে আছেন তাঁর ভক্তরা।
Free Access