পৌষমেলায় আলাদা স্টল অনুপমের, বিজেপি বনাম বিজেপির বিবাদের সুর সপ্তমে
Anupam's separate stall at Paush Mela, BJP vs BJP conflict tone seventh

The Truth Of Bengal: শাহ-নাড্ডার সফরের মাঝেই রাজ্য বিজেপির সমান্তরাল মঞ্চ তৈরির ইঙ্গিত দিলেন অনুপম হাজরা। শান্তিনিকেতনের পৌষমেলায় তৈরি করেছেন আলাদা স্টল। বিদ্রোহীদের স্টলে আমন্ত্রণ জানানো হয়েছে পুরনো,বঞ্চিতদের। ক্ষমতাসীন বনাম বিদ্রোহীদের সুর সপ্তমে ওঠায় অনেকেই বলছেন, শান্তিকেতনে বিজেপির অশান্তির ছায়া বাড়ছে।
চব্বিশের ভোটের আগে ঘর গোছাতে ব্যস্ত বিজেপির কেন্দ্রীয় নেতারা।অমিত শাহ-জেপি নাড্ডারা আগামীর পথ নির্দেশ করতে রাজ্যে এসেছেন।মাটি কামড়ে লড়াইয়ের নির্দেশনামা জারি করেছেন।ভোট ম্যানেজমেন্টের মন্ত্র বাতলাতে তত্পর শাহ-নাড্ডারা।তাঁরা যখন ঘর গোছানোর পরিকল্পনা করছেন তখনই বিদ্রোহের ঘনঘটা বাড়ছে রাজ্য বিজেপিতে। ক্ষমতাসীন সুকান্ত মজুমদার ,শুভেন্দু অধিকারীদের নিশানা করে সংগঠনের ভোলবদলের ডাক দিয়েছেন।লালমাটির জেলায় গেরুয়ার গণ-বিদ্রোহ চরমে।তাল ঠোকাঠুকির আঁচ লাগছে রবি ঠাকুরের অনুষ্ঠানেও।ফলক বিতর্কের মাঝেই শান্তিনিকেতনে তৃণমূলের অবস্থান মঞ্চে যোগ দেন।এবার অনুপম আরও বেড়ে খেলেন।বাউন্ডারি ছাড়িয়ে স্ট্রেট ব্যাটে ছক্কা হাঁকানোর ইঙ্গিত দিলেন।তৈরি করতে চলেছেন বিকল্প মঞ্চ।
অনুপম হাজরা ফেসবুক ওয়ালে যে পোস্টটি করা হয়েছে তাতে লেখা, পশ্চিমবঙ্গের সমস্ত বঞ্চিত অবহেলিত, কোণঠাসা, পদ-হীন মোদী-ভক্ত এবং বিজেপি কার্যকর্তা, যাঁরা বছরের-পর বছর পার্টির জন্য রক্ত-ঘাম ঝরিয়েছেন, মাসের পর মাস ঘরছাড়া হয়ে থেকেছেন, তাঁদের উদ্দেশ্যে… পৌষ মেলায় আপনাদের জন্য স্টলটি আমাদের দলেরই এক পুরনো শ্রদ্ধেয় কার্যকর্তাকে দিয়ে উদ্বোধন করা হয়েছে!!পদ্মের কাঁটা বাড়ায় তাঁকে খোঁচা দিচ্ছেন তৃণমূল নেতারা। প্রশ্ন উঠছে,শাহ-নাড্ডার সফরের মাঝেই কী এই বার্তা দিলেন অনুপম হাজরা।বিদ্রোহের সুর চড়িয়ে গেরুয়ায় ডামাডোল বাড়ালেন,উত্তরটা ভবিষ্যতই দেবে।
Free Access