দুই-একদিনের জন্য ছুটি কাটাতে ঘুরে আসুন তিন নদীর সঙ্গমস্থল হাওড়ার গাদিয়াড়া
West Bengal Tourism

The Truth of Bengal: তিন নদীর সঙ্গমস্থল। এখানে মিশেছে রূপনারায়ণ, দামোদর ও গঙ্গা। রাজ্যের পর্যটন মানচিত্রে এখন বেশ ভাল নাম করেছে হাওড়ার গাদিয়াড়া। কলকাতা থেকে মাত্র ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত জায়গাটি মানুষের কাছে বহুল পরিচিত পিকনিক স্পট হিসেবে। তবে এখন সপ্তাহান্তের ছুটি কাটানোর জন্য জায়গাটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এখানে নৌকা ভ্রমণ শেষে নিরিবিলিতে নদীর পাড়ে বসে শান্ত পরিবেশ উপভোগ করা দারুণ প্রাপ্তি হতে পারে।
গত কয়েক বছর ধরে কলকাতার কাছেপিঠে অন্যতম পরিচিত পর্যটন কেন্দ্র হিসেবে ক্রমশ জায়গা করে নিচ্ছে হাওড়া জেলার গাদিয়াড়া। তিন নদীর মিলনস্থল হওয়ায় এখানে নদীবক্ষ অনেকটাই চওড়া। নদীর একপ্রান্তে দক্ষিণ ২৪ পরগনার নুরপুর ও অন্যপ্রান্তে পূর্ব মেদিনীপুরের গেঁওখালির অবস্থান। গাদিয়াড়া ঘুরতে এসে দেখে আসতে পারেন গড়চুমুক পর্যটনকেন্দ্র। দামোদর ও হুগলি নদীর তীরে প্রায় ৭৩ একর জমিতে গড়ে ওঠা এই পর্যটন কেন্দ্রের অন্যতম আকর্ষণ ৫৮ গেট এবং মিনি চিড়িয়াখানা।
লোহার জাল দিয়ে ঘেরা অভয়ারণ্যে হরিণের দলের খেলে বেড়ানো দেখে অনেকটাই সময় কাটানো যায়। প্রতিবছর গাদিয়াড়া ঘুরতে আসা পর্যটকদের ভিড়ে জমজমাট হয়ে ওঠে এই পর্যটন কেন্দ্র। বাড়ির কাছের পর্যটন গাদিয়াড়া যাওয়া খুব একটা কঠিন নয়। হাওড়া হয়ে এলে এসপ্ল্যানেড থেকে একাধিক বাসে গাদিয়াড়া যাওয়া যায়। এ ছাড়াও দক্ষিণ ২৪ পরগনার নুরপুর থেকে লঞ্চে চেপে যাওয়া যায় গাদিয়াড়া। তিন নদীর সঙ্গমস্থলে নৌকাবিহারের মজা পেতে যাবেন নাকি গাদিয়াড়া?