
The Truth of Bengal: পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের নাম শোনেনি এমন মানুষের দেখা মেলা ভার। এই অযোধ্যা পাহাড়ের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হল বামনি জলপ্রপাত। এই জলপ্রপাত অযোধ্যা পাহাড়ের চূড়ায় যাওয়ার পথে অবস্থিত। এই জলপ্রপাত দেখতে গেলে আপনাকে প্রায় ৫০০ মিটার হাঁটা পথ ধরে এগিয়ে যেতে হবে । এই পথ পুরটায় সিঁড়ি দিয়ে তৈরি । জলপ্রপাতের পাশে দেখতে পাবেন শাল,পিয়াল,শিরীষ,মহুয়া বন। ঝর্না জলের শব্দের সঙ্গে কানে ভেসে আসবে আশেপাশের জঙ্গল ও পাহাড় থেকে আসা পাখিদের মিষ্টি মধুর ডাক।
এই জলপ্রপাতের রূপে আপনি মোহিত হতে বাধ্য। জলপ্রপাতের চারিদিক ভরা বড় বড় পাথর দিয়ে। আপনি চাইলে ওই পাথরের ওপর বসে জলপ্রপাতের মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন। আশেপাশের বনে যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে দেখতে পাবেন হরিন, পাহাড়ি এলাকার বানর। সূর্যের আলো যখন ঝর্নার উপর পড়ে তখন মনে হবে স্বর্গ থেকে ঝর্না সরাসরি মাটিতে নামছে । কাচের মত স্বচ্ছ জলে আপনি চাইলে নিজের রুপের ছাপ ও দেখতে পাবেন।
যারা ট্রেক করতে পচ্ছন্দ করেন তাদের জন্য এই বামনি ফলস হতে পারে আদর্শ পর্যটন কেন্দ্র। বন্ধু বান্ধব পরিবারের সঙ্গে চাইলে পিকনিক ও করতে পারেন এই পাহাড়ি জলপ্রপাতের কাছে। কিভাবে যাবেন ? হাওড়া বা শিয়ালদা থেকে পুরিলিয়া গামী ট্রেনে পৌঁছে যান পুরুলিয়া স্টেশন সেখান থেকে বাস বা গাড়ি ভাড়া করে পৌঁছে যান বামনি জলপ্রপাতের দৃশ্য উপভোগ করতে। এছাড়াও আপনি সড়ক পথেও যেতে পারেন । পুরুলিয়ায় থাকার জন্য পেয়ে যাবেন অসংখ্য হোটেল তাই রাত্রি যাপনের ক্ষেত্রে কোন অসুবিধা হওয়ার কথা নয়।
Free Access