ভ্রমণ

প্রকৃতির সঙ্গে সময় কাটাতে চান? হিমাচল প্রদেশে রয়েছে শানগড়

Want to spend time with nature

The Truth ofBengal: প্রকৃতিকে কাছ থেকে দেখার ইচ্ছে সকলের থাকে। প্রকৃতির সঙ্গে সময় কাটাতে চান অধিকাংশ ভ্রমণপিপাসুরাই। ভ্রমনপ্রেমিরা সব চাইতে বেশি গিয়ে ভিড় করেন পাহাড়ে। এই ভারতের মধ্যে এমন অনেক পাহাড়ি উপত্যকা আছে যেখানে গেলে প্রকৃতির নৈসর্গিক রূপ ধরা দেবে আপনাকে। হিমাচল প্রদেশে রয়েছে শানগড় নামে অপূর্ব একটি জায়গা। এই গ্রাম কুল্লু জেলার সাঁজ উপত্যকায় অবস্থিত। এই উপত্যকার উচ্চতা ৬ হাজার ৯০০ ফুট। এই পাহাড়ি উপত্যকার একপাশ দিয়ে বয়ে চলেছে সাঁজ নদী।

পাহাড়ের অলি গলি রাস্তা আর চারপাশে পাইন বন। কোথাও আবার নজরে আসবে বিস্তীর্ণ তৃণভূমি। শীতের দিনে এই পাহাড়ি উপত্যকা ঢাকা থাকে বরফে। এই পাহাড়ি উপত্যকায় রয়েছে শংচুল মহাদেবের মন্দির। এই মন্দির শানগড় তৃণভূমির মাঝখানে অবস্থিত। এই তীর্থস্থানে বহু ভক্তের সমাগম হয়। এই পাহাড়ি গ্রাম এতটাই শান্ত যে এখানে এলে সারা সপ্তাহের ক্লান্তি আপনার দূর হয়ে যাবে। শনগড়ে দেখার মত বহু জায়গা রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হল বিস্তীর্ণ তৃণভূমি। এই তৃণভূমিতে গিয়ে আপনি নিজের বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে পারবেন।

সবুজে গাসে খালি পায়ে হেঁটে বেড়াতেও মন্দ লাগবে না আপনার। এই তৃণভূমির কাছেই রয়েছে শাংচুল শিব মন্দির। এই তৃণভূমির চারপাশ পাহাড় দিয়ে ঘেরা। এই মন্দির থেকে দূরের পাহাড় দেখতে লাগে অপূর্ব। এখানে রয়েছে বর্ষণগড় জলপ্রপাত। এখানে যেতে চাইলে আপনাকে ট্রেক করে যেতে হবে। প্রায় ২ ঘণ্টা ট্রেক করে যেতে হবে আপনাকে। এখানে রয়েছে একটি টাওয়ার যার নাম রাইলা টুইন টাওয়ার। এছাড়াও এখানে আছে রুপি রাইলা জলপ্রপাত। এছাড়াও আরও অনেক স্থান রয়েছে যা দেখার মত। শানগড়ে যেতে গেলে আপনাকে নয় শিমলা হয়ে আর নয় মানালি হয়ে যেতে হবে এই পাহাড়ি গন্তব্যে।

Related Articles