
The Truth of Bengal: বিভিন্ন সংস্কৃতি, উপজাতি এবং ধর্মীয় গোষ্ঠীর বাস ত্রিপুরায়। উত্তর পূর্ব ভারতের পাহাড় ঘেরা রাজ্য ত্রিপুরার সৌন্দর্য দেখার মতো। প্রাকৃতিক পরিবেশ থেকে থেকে ইতিহাস– এই রাজ্যে দেখার জিনিস আছে প্রচুর। তবে ত্রিপুরা বিখ্যাত ভিন্ন চাষাবাদ, চা বাগান, টয় ট্রেনের জন্য। বিভিন্ন উপজাতীয় সংস্কৃতি এবং খাবারের জন্যও বহু মানুষ ঘুরতে আসেন ত্রিপুরায়। কয়েক দিনের জন্য এই রাজ্যে ঘুরতে এলে সবকিছু দেখে নেওয়া যায়। অনেক দ্রষ্টব্যস্থানের মধ্যে আজ আপনাদের নিয়ে যাব ডম্বুর লেক। ডম্বুর লেকের অসাধারণ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই।
এই লেকে বোটিং করার সুযোগ আছে। বোটিং চার্জ নানা ঋতু থেকে ঋতুতে পরিবর্তিত হয় এবং প্রতি ঘণ্টার ভিত্তিতে হয়। সারাবছর গোটা সপ্তাহ ধরে এই জায়গাটি খোলা থাকে। তাই যে কোনও সময় হ্রদটি দেখতে পারেন। তবে বর্ষা ও শীতকালে এই লেকের পরিবেশ সম্পূর্ণ আলাদা হয়ে যায়। লেকটিকে কেন্দ্র করে থাকা গাছপালা সতেজ হয়ে ওঠে। ৪৮টি দ্বীপের সমাহারে তৈরি এই লেক। যেখানে সারাবছর আসে প্রচুর পরিযায়ী পাখে। রাজধানী আগরতলা ডম্বুর হ্রদ মাত্র ১২০ কিলো মিটার দূরে অবস্থিত।
রাইমা ও সাইমা নদীর সঙ্গমস্থলে তৈরি হয়েছে হ্রদটি। শিবের ডমরুর আকারে হওয়ায় এই হ্রদটির এমন নামকরণ। ডম্বুল লেকের চারপাশে রয়েছে জঙ্গল আর পাহাড়। প্রতিবছর পৌষ সংক্রান্তিতে এই লেকের ধারে মেলা বসে। সেই মেলা দেখতে ভিড় করেন দর্শনার্থীরা। বিভিন্ন রাজ্য থেকে আসে প্রচুর মানুষ। মেলায় অংশ নেন বিভিন্ন জনজাতির মানুষও। ত্রিপুরা ঘুরতে গেলে অবশ্যই গন্তব্যের তালিকায় রাখুন ডম্বুর লেক। যা কাশ্মীরের ডাল লেক নামে অনেকের কাছে পরিচিত। এই শীতে ঘুরে আসতে পারেন ডম্বুর লেক।
Free Access