ভ্রমণ

গভীর জঙ্গলের মাঝ বরাবর বইছে নদী,প্রকৃতির নিস্তব্ধতার মধ্যেই ঝুলন্ত ব্রিজ

kalimpong has hidden hidden treasures of nature

Bangla Jago Desk: ঘন জঙ্গলের মাঝবরাবর বইছে নদী। তার উপর ঝুলন্ত ব্রিজ। রেলিং নদীর উপর দিয়ে গিয়েছে সেই ব্রিজ, যেখান থেকে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য লক্ষ্য করা যায় অনায়াসে। প্রকৃতির অজানা গুপ্তধন লুকিয়ে রয়েছে কালিম্পং এ। নৈসর্গিক সৌন্দর্যে ভরা নদীর পাড়ে বসে ব্রেকফাস্ট, লাঞ্চ করার মজাই আলাদা। সঙ্গে যদি থাকে সবুজের  শোভা! এক কথায় অনবদ্য।

আর সেই নদীর উপর দিয়ে যদি ঝুলন্ত ব্রিজ যায় তাহলে তো কথায় নেই। নদী সহ গোটা চত্বরের সৌন্দর্য ধরা পড়বে নির্দিষ্ট উচ্চতা থেকে। এই নৈসর্গিক সৌন্দর্যে ভরা জায়গা রয়েছে কালিম্পংএ। সেখানকার রেলি নদীর উপরে রয়েছে বিদ্যাং ভ্যালি। কালিম্পং থেকে মাত্র ১৭ কিলোমিটার দূরত্বে রয়েছে এই নদী ও ব্রিজ।

গভীর জঙ্গলের মাঝবরাবর বয়ে গেছে এই নদী। যেখানে দিনের বেলাতেও ঝিঁঝিঁ পোকার ডাক শোনা যায়। সঙ্গে নানা পাখির আওয়াজ, আর তার সঙ্গে অবিরাম গতিতে  বয়ে চলা রেলি নদী। তাই তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়ুন প্রকৃতির মাঝে হারিয়ে যেতে।

আর নদীর পার ধরে হাঁটার সময়ে নদীর পাড়ে পরে থাকা নুড়ি পাথর কুড়িয়ে নিতে পারেন। জঙ্গলের মাঝে পাখির আওয়াজ, আর বয়ে চলা নদীর শব্দে পর্যটকেরা হারিয়ে যান কোথায়। এই অজানা গন্তব্যে পৌঁছানোর জন্য নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গাড়িতে যেতে হবে। নিউ জলপাইগুড়ি থেকে বিদ্যাং ভ্যালির দূরত্ব প্রায় ৮৮ কিলোমিটার।

Related Articles