
The Truth of Bengal: ব্যস্ত জীবন থেকে অবসর নিয়ে শান্ত শীতল পাহাড়ি পরিবেশে একটু ঘুরতে যেতে চান? বুঝতে পারছেন না কোন পাহাড়ি ডেসটিনেশন আপনার ভ্রমণে যাওয়ার ক্ষেত্রে উপযুক্ত? কালিপং এর এক ছোট্ট গ্রাম বারমেক। যে গ্রামে ঘুম থেকে উঠেই চোখ খুলে দেখতে পাবেন দূরের পাহাড়ের পিছন দিক দিয়ে উঠছে লাল রঙের সূর্য। এই দৃশ্য দেখে আপনার সারা সপ্তাহের ক্লান্তি দূর হয়ে যাবে। পাশ দিয়ে বয়ে যেতে দেখবেন তিস্তা নদী। এই নদীর কুলুকুলু শব্দের টানে আপনি চাইবেন আপনার প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে নদীর পাড়ে দীর্ঘক্ষণ বসে সময় কাটাতে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৮০০ ফুট উচ্চতায় অবস্থিত বারমেক।
সিঙ্কোনা চাষের জন্য বিখ্যাত এই ছোট্ট পাহাড়ি গ্রাম বারমেক। আপনি চাইলে বারমেক থেকে যেতে পারেন রামধুরা। পাইন গাছের বন দিয়ে ঘেরা রামধুরায় গিয়ে প্রকৃতির শোভা আপনি মুগ্ধ হয়ে দেখবেন। রামধুরা থেকে আপনি দেখতে পাবেন দূরের শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা। এই রামধুরা সমুদ্রপৃষ্ঠ থেকে ৫০০০ ফুট উঁচুতে অবস্থিত। রামধুরায় গেলে আপনার মনে হবে ঘন মেঘের মধ্যে দিয়ে আপনি ভেসে বেড়াচ্ছেন। দূরের নীল দিগন্তের নীচে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে ছোট বড় নানা আকারের পাহাড়। পাহাড়ের ঢালে দেখবেন কপি, আলু, ধান ও আরও নানা সবজি চাষ হতে।
এছাড়াও বারমেক থেকে যেতে পারেন ইচ্ছেগাঁও ও। ছবির মত সুন্দর এই পাহাড়ি উপত্যকাই একবার গেলে আপনার আর বাড়ি ফিরে যেতে মন চাইবেনা। এখানে গেলে আপনি ট্রেক করে দেখে আসতে পারেন সান সেট পয়েন্ট। এছাড়াও বারমেক থেকে আরও একটি সুন্দর পাহাড়ি উপত্যকা দারাগাঁও যেতে পারেন আপনি। ভাবছেন কিভাবে যাবেন বারমেক? নিউ জলপাইগুড়ি এসে সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যান বারমেক। আর সেখান থেকেই একে একে বেরিয়ে পড়ুন কাছাকাছি পাহাড়ি ডেসটিনেশনগুলোর স্বাদ নিতে। বারমেকে থাকার জন্য পেয়ে যাবেন সুব্যবস্থা সম্পন্ন হোমস্টে। তাহলে দেরি না করে কয়েকদিনের ছুটি নিয়ে এবারে আপনার ডেসটিনেশন বারমেক হতেই পারে।