মাইন্ড রিফ্রেশ করতে নজরে বরফাবৃত অফবিট ডেস্টিনেশন ‘আউলি’
'Auli' is a snowy offbeat destination to refresh your mind

The Truth of Bengal: প্রচলিত ট্যুরিস্ট স্পটের গণ্ডি থেকে বেরিয়ে অনেকেই নতুন নতুন লোকেশনে পাড়ি দিতে চায়। আর আজ আপনাদের এমন এক অফবিট ডেস্টিনেশনের সন্ধান দেব, যেখানকার অপরূপ সৌন্দর্য্য আপনার মন কাড়তে বাধ্য। অফবিট ডেস্টিনেশনটির নাম ‘আউলি’। এটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২৮০০ মিটার উচ্চতায় অবস্থিত এই হিল স্টেশনে রয়েছে একাধিক নজরকাড়ার মতোন বিষয়। এখানে আসলে আপনি মাত্র ৫০০ টাকা খরচ করলেই স্কিইইং করতে পারবেন। এছাড়াও এখানকার অন্যতম আকর্ষণ হল রোপওয়েতে সওয়ারি। রোপওয়ে চেপে আউলি ভ্রমণ যেন একটা ম্যাজিক।
৫ নম্বর টাওয়ারের পর থেকে হিমালয় উন্মুক্ত হয়ে আছেন। আস্তে আস্তে টাওয়ার নম্বর যত বাড়বে ততই চোখের সামনে আসবেন নন্দাদেবী, দ্রোণাগিরি, ত্রিশূল, নন্দাকোট, পঞ্চচুল্লি। এছাড়া, আঁকেবাঁকে ঘুরে বেড়ানো, ভোরবেলা লজের বারান্দা থেকে দিনের প্রথম আলোয় পাহারচুড়োর রংবদল আর সন্ধ্যায় সোনাঝরা সূর্যাস্তের মায়াবি আলোয় পাখিদের ঘরে ফেরা দেখতে দেখতে কেটে যাবে দুদিন। এবার প্রশ্ন কোন মরশুমে গেলে আপনি ভালভাবে ঘুরতে পারবেন ? আউলি সাধারনত শীতকালীন এক্টিভিটির জন্যে সেরা গন্তব্য।
শীতকালীন অ্যাডভেঞ্চার স্পোর্টস এবং বরফের রাজ্যে হারিয়ে যাওয়ার জন্য বেস্ট সময়। ভারতের এই অন্যতম ডেস্টিনেশনে পৌঁছতে গেলে আপনাকে পৌঁছতে হবে হৃষিকেশ স্টেশনে। সেখান থেকে ২৩৫ কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানটি। স্টেশনে নেমে গাড়ি ভাড়া করে আপনি সেখানে চলে যেতে পারবেন। পাশাপাশি থাকা-খাওয়ার সু-বন্দোবস্তও রয়েছে। যোশিমঠ থাকতে চাইলে রোপওয়ে পয়েন্টের কাছে তিন-চারটে হোটেলও আছে। তাহলে আর দেরি কীসের ? শীতকালে পরিবার হোক বা বন্ধুবান্ধব, ব্যাগ গুছিয়ে কয়েকদিনের জন্য ঘুরে আসুন আউলি থেকে।