ভ্রমণ

লাদাখে ২৯৮ কিমি নতুন রাস্তা

298 km of new road in Ladakh

The Truth Of Bengal : লাদাখ যাওয়া এবার থেকে আরও সহজ। বর্ডার রোড অর্গানাইজেশনের তরফে লাদাখ যাওয়ার জন্য খোলা হল নতুন রাস্তা। ২৯৮ কিমি দীর্ঘ এই রাস্তা যুক্ত করেছে নিম্মু, বাদাম, দারচা কে। যা লাদাখে যাওয়া পর্যটকদের পাশাপাশি ভারতীয় সেনাদের যাতায়াতের পথও আরও সুগম করবে আগামী দিনে।

এবার থেকে লাদাখ যাওয়া হবে আরও সহজ। লাদাখে পৌঁছানোর জন্য খুলেছে নতুন রাস্তা, ২৯৮ কিমি দীর্ঘ এই রাস্তাটি যুক্ত করছে নিম্মু, বাদাম, দারচা কে। লাদাখ যাওয়ার জন্য আছে একটি দুর্গম পথ। যে পথ দিয়ে ভারতীয় সেনা ও সেনাদের ট্যাঙ্ক, সেনাবাহিনীর বাস যাতায়াত করে এবং পর্যটকরাও লাদাখ ঘুরতে যাওয়ার জন্য এই পথটিকে ব্যবহার করতেন । শীতকালে তীব্র শীতের কারণে লাদাখ সীমান্তে সর্বদায় থাকে মাইনাস ডিগ্রি সেলসিয়াস। যে কারণে এই দুর্গম পথ ধরে সীমান্তে যাওয়া খুবই কষ্টকর হয়ে ওঠে ভারতীয় সেনাবাহিনীদের। এবার এই নতুন রাস্তার ফলে ভারতীয় সেনাবাহিনীর এই সমস্যা দূর হবে তা বলায় যায়। লাদাখে যাওয়া আরও সুগম করে তুলতে বর্ডার রোড অর্গানাইজেশন তরফে এই নতুন রাস্তা তৈরি করা হয়েছে।

ভারতের ভৌগোলিক মানচিত্রে লাদাখ সর্বদায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চিন, পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে কড়া নজরদারি রাখা হোক বা অভ্যন্তরীণ নিরাপত্তা,  ভারতীয় সেনাবাহিনী লাদাখকে গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসাবে ব্যবহার করে থাকে। এই নয়া রাস্তা আগামী দিনে ভারতের রাজনৈতিক মহলে ও পরিবহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবে। বহু আগেই পূর্ব কেন্দ্রীয় সরকারের আমলে এই রাস্তা তৈরি করার পরিকল্পনা করা হয়েছিল। যদিও শেষমেশ সেই রাস্তার কাজ সম্পন্ন হল বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে। তবে কবে থেকে এই রাস্তা দিয়ে যাতায়াত স্বাভাবিক হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি বর্ডার রোড অর্গানাইজেশনের তরফ থেকে।

Related Articles