প্রযুক্তি

ফোনে কী আপনার যাবতীয় ব্যঙ্ক ডিটেলস ? হ্যাকারদের হাত থেকে কীভাবে বাঁচবেন ? জেনে নিন

What are all your bank details on the phone? How to save from hackers? find out

The Truth Of Bengal, Mou Basu : অনলাইনে আজকাল অনেকেই কেনাকাটায় স্বচ্ছন্দ। নগদ টাকা সঙ্গে নিয়ে বেরনোর চেয়ে অনেকেই গুগল পে, ফোন পে-র মতো ওয়ালেটের মাধ্যমে অর্থ লেনদেন করতে পছন্দ করেন। কিন্তু হ্যাকারের ‘ফাঁদ পাতা এ ভুবনে ‘। ভারতে ক্রমশ বাড়ছে অনলাইনে নানান রকম জালিয়াতি। জালিয়াতরা প্রায় প্রতিদিন নানান রকম ফন্দি ফিকির করে আম জনতার কষ্টোপার্জিত টাকা হাতানোর চেষ্টা করে। প্রযুক্তির সাহায্যে জালিয়াতরা যারা টাকা হাতাবে তার মোবাইল ফোনের নিয়ন্ত্রণ ভার্চুয়ালি নিয়ে ইউপিআই অ্যাপ ব্যবহার করে নিজের অ্যাকাউন্টে টাকা লেনদেন করে নেয়। এভাবেই জালিয়াতরা ফাঁক করে আম জনতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তাই এই পরিস্থিতিতে গুগল পে, ফোন পে’র মতো অ্যাপ ব্যবহার করলে কীভাবে সুরক্ষিত রাখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট?

  1.  ইউপিআই অ্যাপে বায়োমেট্রিক অথেনটিকেশন চালু করুন।
  2.  ২ স্টেপ অথেনটিকেশন প্রক্রিয়া চালু করুন। মনে রাখবেন আপনার ফোনে এসএমএস অ্যাপ হ্যাক করে নিয়ে জালিয়াতরা ওটিপি নম্বর হাতাতে পারে। তাই গুগল পে, ফোন পে খুলতে বায়োমেট্রিক অথেনটিকেশন চালু করুন। প্রতিবার অ্যাপ খুললে আপনার মুখচ্ছবি বা আঙুলের ছাপ শনাক্ত করার পর খুলবে অ্যাপ। জালিয়াতরা ফাঁক করতে পারবে না অ্যাকাউন্ট।
  3.  সন্দেহজনক ওয়েবসাইট বা লিঙ্কে ক্লিক করবেন না। অচেনা অজানা মানুষকে ব্যক্তিগত তথ্য যেমন ব্যাঙ্কের শাখা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, ওটিপি নম্বর শেয়ার করবেন না।

গুগল পে বা ফোন পে তে বায়োমেট্রিক লক কীভাবে করবেন—

  1.  গুগল পে অ্যাপ খুলুন। একদম ওপরে ডানদিকে নিজের ছবিতে ক্লিক করুন। সেটিংসে গিয়ে ক্লিক করুন। প্রাইভেট অ্যান্ড সিক্যুরিটি অপশনে ক্লিক করুন। সিক্যুরিটি অপশনে ক্লিক করুন। স্ক্রিন লক ফিচার ব্যবহার করুন। স্ক্রিন লক আগে থেকে সেট না করা থাকলে তা করে নিন। আঙুলের ছাপ ব্যবহার করুন। আঙুলের ছাপ শনাক্ত করতে নির্দেশ মেনে চলুন। বায়োমেট্রিক লক ফিচার চালু করুন।
  2.  ফোন পে অ্যাপ চালু করুন। একদম ওপরে ডানদিকে নিজের প্রোফাইল ছবিতে ক্লিক করুন। সিক্যুরিটি অপশনে ক্লিক করুন। স্ক্রিন লক ফিচার চালু করুন। বায়োমেট্রিক অথেনটিকেশন প্রক্রিয়া বেছে নিন। চালু করুন। লক ফিচার কনফার্ম করুন।

Related Articles