
The Truth Of Bengal: ঘড়িপ্রেমীদের জন্য সুখবর। বাজারে এল Crossbeats ব্র্যান্ডের নতুন Crossbeats Everest স্মার্টওয়াচ। অ্যালুমিনাম ফ্রেম -সহ টাইটেনিয়াম ফিনিসের মজবুত ডিজাইনের এই নতুন স্মার্টওয়াচটি ধুলো, শক এবং আর্দ্রতা থেকে সুরক্ষিত থাকবে। তাছাড়া এতে রয়েছে ১.৪৩ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে এবং ব্লুটুথ কলিং ফিচার। স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ১,৯৯৯ টাকা। এটি কালো ও সবুজ রঙে পাওয়া যাবে। সংস্থার নিজস্ব ওয়েবসাইট এবং ই-কমার্স সাইট অ্যামাজন ও ফ্লিপকার্ট থেকে কিনতে পাওয়া যাচ্ছে।স্মার্টওয়াচটিতে পাওয়া যাবে ২০০টিরও বেশি কাস্টমাইজেবল ওয়াচফেস, যার থেকে ব্যবহারকারী তার পছন্দমতো ওয়াচফেস বেছে নিতে পারবেন।
ঘড়িটিতে রয়েছে ১০০টিরও বেশি স্পোর্টস মোড এবং হেলথ ফিচার আছে যার সাহায্যে রক্তচাপ মাপা, ব্লাড অক্সিজেন লেভেল মনিটর, স্লিপ প্যাটার্ন ও হার্ট রেট মাপা যায়। Crossbeats Everest স্মার্টওয়াচে পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৩২০ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে ৭ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। স্ট্যান্ডবাই মোডে এটি ৩০ দিন পর্যন্ত সক্রিয় থাকবে। এছাড়াও স্মার্টওয়াচে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি, রিমোট ক্যামেরা কন্ট্রোল, মিউজিক প্লেব্যাক কন্ট্রোল, ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট ও ফোন ফাইন্ডিংয়ের সুবিধা মিলবে। জল এবং ধুলো থেকে সুরক্ষা দেওয়ার জন্য এতে দেওয়া হয়েছে IP68 রেটিং।
FREE ACCESS