প্রযুক্তি

এআই প্রযুক্তি নির্ভর ফিটনেস ট্র্যাকার স্মার্ট রিং আনল স্যামসাং

Samsung launched the AI ​​technology based fitness tracker Smart Ring

The Truth of Bengal,Mou Basu: স্বাস্থ্য সচেতন টেকস্যাভি ব্যক্তিদের জন্য সুখবর। বিশ্বের প্রথম স্মার্ট রিং, গ্যালাক্সি রিং আনল Samsung। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে চলা এই স্মার্ট রিং হেলথ ও ফিটনেস ট্র্যাকার হিসাবে কাজ করবে। গ্যালাক্সি স্মার্ট রিংয়ের দাম ধরা হয়েছে ৪০০ মার্কিন ডলার। স্যামসাংয়ের ওয়েবসাইট মারফত অনলাইনে কেনা সম্ভব।

টাইটেনিয়াম ব্ল্যাক, টাইটেনিয়াম সিলভার আর টাইটেনিয়াম গোল্ড রঙে পাওয়া যায়। ৯টি আঙুলের সাইজে মিলবে এই স্মার্ট রিং। স্যামসাং স্মার্ট রিংয়ে স্যামসাং হেল্থ অ্যাপ মারফত অসংখ্য হেলথ ও ফিটনেস ফিচার মিলবে। ঘুমের মধ্যে নাক ডাকলে তার হার বা স্নোরিং রেট, স্লিপ স্কোর, হৃদযন্ত্রের গতি, নিঃশ্বাসের গতির মতো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।

এই স্মার্ট রিংয়ের ওজন ২.৩-৩ গ্রাম। ১০এটিএম ওয়াটার রেজিজট্যান্স থাকবে। শক্তপোক্ত মজবুত করতে টাইটেনিয়াম গ্রেড ফাইভ বডি রয়েছে। স্যামসাং ফাইন্ড নেটওয়ার্ক কানেকশন মারফত রিং খুঁজতে স্মার্ট রিংয়ে ফাইন্ড মাই রিং ফিচার আছে। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোনের একাধিক ফিচারকে নিয়ন্ত্রণ করা যাবে।

Related Articles