পরিবেশবান্ধব অত্যাধুনিক প্রযুক্তির গাড়ি আনল Hyundai
Hyundai brought the latest technology that is environmentally friendly

Truth OF Bengal: পরিবেশবান্ধব অত্যাধুনিক প্রযুক্তির গাড়ি আনল Hyundai। সম্প্রতি ভারতের বাজারে এসেছে Hyundai Aura সেডানের টুইন সিএনজি সিলিন্ডার ভ্যারিয়েন্টের গাড়ি। নতুন সংস্করণটির নাম রাখা হয়েছে Aura CNG Hy-CNG এবং এটি শুধু বেস ‘E’ ভ্যারিয়েন্টে উপলব্ধ। দাম 7.49 লাখ টাকা (এক্স-শোরুম)।
হুন্ডাইয়ের এই সিএনজিচালিত গাড়িতে রয়েছে ১.২ লিটার বাই ফুয়েল পেট্রোল-সিএনজি ইঞ্জিন। নিরাপত্তার কথা মাথায় রেখে হুন্ডাইয়ের এই গাড়িতে ৬টি এয়ারব্যাগ, থ্রি-পয়েন্ট সিট বেল্ট, সিটবেল্ট রিমাইন্ডার, ইবিডি সহ এবিএস, ইমমোবিলাইজার, এমারজেন্সি স্টপ সিগন্যাল, স্পিড অ্যালার্ট সিস্টেম, ও রেয়ার পার্কিং সেন্সর রয়েছে।
ডুয়াল সিলিন্ডার Hyundai Aura CNG-এর বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে ফ্রন্ট পাওয়ার উইন্ডো, ড্রাইভার সিট হাইট অ্যাডজাস্টমেন্ট, ইংরেজি জেড আকৃতির এলইডি টেলল্যাম্প, অ্যাডজাস্টেবল রিয়ার হেডসেট, ও 8.89 সেমি মাল্টি-ইনফরমেশন ডিসপ্লের মতো ফিচার।