
Truth Of Bengal: প্রযুক্তির সাহায্যে হল খুনের রহস্যের সমাধান। খুনিকে ধরিয়ে দিল গুগল ম্যাপের স্ট্রিট ভিউ। চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উত্তর স্পেনে।
খুনের রহস্যের সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে গুগল ম্যাপ অ্যাপলিকেশনের স্ট্রিট ভিউ ফিচার। পুলিশ বাহিনী প্রযুক্তির সাহায্যে গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ সংগ্রহ করতে পেরেছে আর অভিযুক্তদের গ্রেফতার করতেও সক্ষম হয়েছে।
উত্তর স্পেনের একটি ছোট্ট গ্রামে ৩২ বছরের এক যুবক খুন হন।
গুগল ম্যাপের স্ট্রিট ভিউ ফিচার ছবি তুলতে ও পুলিশকে খুনিকে ধরতে সাহায্য করেছে। এসব ছবিই গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ হয়ে উঠেছে খুনের রহস্যের ক্ষেত্রে। পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে এক পুরুষ ও এক মহিলাকে গ্রেফতার করেছে।
২০০৭ সালের ২৫ মে চালু হয় গুগল স্ট্রিট ভিউ ফিচার। এলাকার আসল (রিয়েল ওয়ার্ল্ড) ছবি তুলতে সাহায্য করে। ২০২১ সালে অনেক আপগ্রেড করা হয়। অ্যান্ড্রয়েড, ওয়েব আর আইওএস প্লাটফর্মে এই ফিচার মেলে। হাই রেজোলিউশন ছবি তোলা যায়।