
The Truth of Bengal,Mou Basu: অনলাইন শপিং এখন সব বয়সী ক্রেতাদের কাছেই দারুণ জনপ্রিয়। অনেকে যেমন দোকান বাজারে ঘুরে ঘুরে কেনাকাটা করতে ভালোবাসেন। তেমনই অনেকে আবার অনলাইনেই কেনাকাটায় স্বচ্ছন্দ। শুধু ওয়েবসাইট মারফত নয় এবার সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম মারফতও ক্রেতা ধরতে আগ্রহী আমেরিকার বহুজাতিক ই-কমার্স সংস্থা অ্যামাজন। সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুক ও ইনস্টাগ্রামে ইন-অ্যাপ শপিং ফিচার এনেছে অ্যামাজন। এর ফলে এবার ফেসবুক আর ইনস্টাগ্রাম মোবাইল অ্যাপ থেকে ক্রেতারা অ্যামাজনের পছন্দসই বিভিন্ন পণ্য কেনাকাটা করতে পারবেন। তবে এর জন্য অ্যামাজনের ওয়েবসাইট বা অ্যাপে ঢুকতে হবে না।
গুগল অ্যাডস ও মেটার সহযোগী সংস্থা ডিজরাপ্টিভ ডিজিটালের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মরিস রাহমে লিঙ্কডইন প্রোফাইলে পোস্ট করে নয়া ফিচারের কথা তুলে ধরেন। ফিচারের বিভিন্ন সুবিধার কথাও তুলে ধরা হয়। অ্যামাজনের আমেরিকার মুখপাত্র ক্যালি জার্নিগানও ফিচারের বিষয়টি নিশ্চিত করেন।
অ্যামাজনের নয়া ফিচার কী কী–
১) আপাতত শুধু আমেরিকার ক্রেতারা এই নয়া ফিচার ব্যবহার করতে পারবেন।
২) গ্রাহকরা রিয়েল টাইম প্রাইসিং মূল্য দেখতে পারবেন পণ্যের। চাহিদার ওপর নির্ভর করে পণ্যের দাম ওঠানামা করবে।
৩) ফেসবুক ও ইনস্টাগ্রামে নির্দিষ্ট কিছু পণ্যের ওপর এই সুবিধা পাওয়া যাবে।
৪) এই ফিচার ব্যবহার করতে একবারই ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যামাজনের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতে হবে।
৫) অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে গেলে বিজ্ঞাপন মারফত সহজেই অ্যামাজনের পণ্য দেখা যাবে।
৬) ফেসবুক বা ইনস্টাগ্রাম অ্যাপ থেকে বেরোতে হবে না। ডিফল্ট শপিং অ্যাড্রেস ও পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করে অ্যামাজনে দ্রুত পণ্য অর্ডার করা যাবে।