প্রযুক্তি

৩ ফুট জলে ৩০ মিনিট থাকতে পারে boAt এর নয়া স্মার্টওয়াচ, এর নাম কী? কত দাম? জানুন বিস্তারিত

BoAt's new smartwatch can stay in 3 feet of water for 30 minutes, what's its name? How much is the price? Know the details

The Truth Of Bengal, Mou Basu : স্মার্টওয়াচপ্রেমীদের জন্য সুখবর। স্মার্টওয়াচ প্রস্তুতকারী সংস্থা boAt ভারতের সাবেক নয়া মডেলের স্মার্টওয়াচ আনল। নয়া মডেলের স্মার্টওয়াচ boAt Wave Sigma 3 ৩ ফুট গভীর জলে ৩০ মিনিট পর থাকতে পারে। এই স্মার্টওয়াচে থাকবে ব্লুটুথ কলিং, হার্ট রেট, SpO2 মনিটর, ডেলি অ্যাক্টিভিটি ট্র্যাকারের মতো ফিচারের সুবিধা। Crest অপারেটিং সিস্টেমে চলবে এই স্মার্টওয়াচ। MapMyIndia navigation ফিচার থাকবে এই স্মার্টওয়াচে। ভারতের বাজারে এই স্মার্টওয়াচের দাম ১,১৯৯ টাকা। boAt India এর ওয়েবসাইট, অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রার ওয়েবসাইট মারফত অনলাইনে কেনা যাবে।
৭টি রঙে অ্যাক্টিভ ব্ল্যাক, মেটাল ব্ল্যাক, মেটাল গ্রে, কুল গ্রে, চেরি ব্লসম, রাস্টিক রোজ ও সাফায়ের ব্রিজ মিলবে নয়া স্মার্টওয়াচ।

স্মার্টওয়াচে থাকবে ২.০১ ইঞ্চি ডিসপ্লে। এতে থাকবে 240 x 240 পিক্সেল, 550 nits ব্রাইটনেস। এতে DIY Watch Face Studio ও ৭০০ রকমের স্পোর্টস মোড ফিচার রয়েছে। এরমধ্যে ইনবিল্ট কুইক ডায়াল প্যাড। কিউআর কোড সেভ করে রাখার জন্য আছে Crest app। স্মার্টফোনের ক্যামেরা কন্ট্রোল ও মিউজিক কন্ট্রোল করা যাবে এই স্মার্টওয়াচ। এতে রয়েছে ব্লুটুথ ৫.২ কানেক্টিভিটি আর জল, ঘাম, ধুলো থেকে বাঁচাতে আইপি৬৭ রেটিং। এতে রয়েছে ২৩০এমএএইচ ব্যাটারি যা একবার চার্জে ৭ দিন পর্যন্ত চলতে পারে।

Related Articles