প্রযুক্তি

হাই স্পিড ইন্টারনেট পরিষেবা পৌঁছে দিতে বিশেষ প্রযুক্তি ভারতী এয়ারটেলের

High speed internet services

The Truth of Bengal: আরও বেশি সংখ্যক দেশের মানুষের কাছে উন্নত হাই স্পিড ইন্টারনেট পরিষেবা পৌঁছে দিতে বিশেষ লেজার প্রযুক্তি আনছে মোবাইল সংস্থা ভারতী এয়ারটেল। এরজন্য Taara নামক সংস্থার সঙ্গে তারা হাত মিলিয়েছে। এক্স হ্যান্ডেলে Taara র তরফে লেখা হয়েছে, দেশের শহরাঞ্চলের পাশাপাশি গ্রামেও উন্নত মোবাইল যোগাযোগ ব্যবস্থা পৌঁছে দেওয়াই লক্ষ্য।

এয়ারটেল এরমধ্যে দেশের ৩৫০০ হাজার শহর ও গ্রামে ৫জি পরিষেবা চালু করেছে। কিন্তু সর্বত্র ৫জি পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড়ো প্রতিবন্ধকতা হল কেবল ভিত্তিক পরিকাঠামো। দ্রুত ও উন্নত হাই স্পিড ইন্টারনেট পরিষেবা আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে Taara র সঙ্গে হাত মিলিয়েছে ভারতী এয়ারটেল।

Taara এয়ারটেলের হয়ে ওয়্যারলেস অপটিক্যাল কমিউনিকেশন লিঙ্ক স্থাপন করবে। ওয়্যারলেস কমিউনিকেশন লিঙ্কে আলোর বিমের সাহায্যে বহু দূরে হাই স্পিড ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া হয়। লেজার প্রযুক্তির সাহায্যে প্রায় প্রতি সেকেন্ডে ২০ গিগাবাইট হাই স্পিড ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া হবে। প্রায় ২০ কিমি এলাকা জুড়ে এই পরিষেবা দেওয়া হবে।

Related Articles