প্রযুক্তি

ফেসবুকের মাধ্যমে প্রতারণার ফাঁদ, ৮৭ লাখ টাকা খোয়ালেন ব্যবসায়ী

A businessman opened a fraud trap, 87 lakh taka through Facebook

The Truth of Bengal: হোয়াটসঅ্যাপের পর এবার ফেসবুক। ফের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আর্থিক জালিয়াতির শিকার হয়ে অনেক টাকা খোয়ালেন এক ব্যবসায়ী। জানা গেছে, ফেসবুকে এক প্রতারণা চক্রের খপ্পড়ে পড়ে মণীশ মিশ্র নামক একজন ৪১ বছর বয়সি ব্যবসায়ী দশ দিনের মধ্যে প্রায় ৮৭ লাখ টাকা হারিয়েছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকের মাধ্যমে তিনি এই প্রতারণার চক্রটির ফাঁদে পড়েছিলেন। তিনি প্রথমে জেসলিন প্রসাদ নামক একজন ব্যক্তির কাছ থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পান। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পর জেসলিন তাকে newyorkstockexchangev.top নামক একটি পোর্টালের মাধ্যমে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে (NYSE) ট্রেড করার পরামর্শ দেন। এমনকি তিনি বিনিয়োগকারীদের ভালো রিটার্ন পাওয়ার স্ক্রিনশনটও পাঠান ওই ব্যবসায়ীকে।

এই স্ক্রিনশটগুলিকে বিশ্বাস করেই ব্যবসায়ী প্রথমে স্বল্প মূল্যের বিনিয়োগ করেন। তাঁর 50,000 টাকার প্রাথমিক বিনিয়োগ মাত্র 10 মিনিটে 1.42 লাখ টাকায় পরিণত হয়। সরাসরি সেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমাও করেন তিনি। পরবর্তীতে তাঁকে আরও মোটা অঙ্কের বিনিয়োগের সঙ্গে দশগুণ লাভের প্রতিশ্রুতি দেওয়া হয়। লাভ তো হয়নি উল্টে এই ফাঁদে পা দেওয়ার পরেই মোটা অঙ্কের লোকসান হয় তাঁর। মুনাফা লাভের পরিবর্তে মণীশের সম্পূর্ণ বিনিয়োগ দশ মিনিটের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যায়। এখানেই ক্ষান্ত হননি ওই ব্যবসায়ী। আর্থিক লোকসান মেটাতে তিনি আরও 57 লাখ টাকা বিনিয়োগ করেন। ট্রেডিং স্ক্রিনে তাঁর নামে 8 কোটি টাকার মুনাফা দেখানো হয়। তবে ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করার সময় তাঁর থেকে আরও অতিরিক্ত 82 লাখ টাকা চাওয়া হয়। তখনই তাঁর টনক নড়ে। ওই ব্যবসায়ী প্রতারিত হওয়ার বিষয়টি আন্দাজ করতে পারেন।

সোশ্যাল মিডিয়ায় ফাঁদ পেতেছে জালিয়াতরা। তাই এরকম প্রতারণার হাত থেকে বাঁচতে কী করবেন?

বিশেষজ্ঞদের পরামর্শ, শেয়ারে বিনিয়োগ করার আগে সর্বদা ট্রেডিং প্ল্যাটফর্মের সত্যতা যাচাই করে নিন। নিয়ামক সংস্থার অনুমোদন আছে কিনা তা যাচাই করে নিন। এছাড়াও ফিনান্সিয়াল অথরিটির পক্ষ থেকে কোন সতর্কতা দেওয়া হয়েছে নাকি তাও দেখে নেবেন। লোভনীয় হলেও অস্বাভাবিকভাবে উচ্চ রিটার্নের প্রতিশ্রুতি দেওয়া বিনিয়োগের বিষয় সতর্ক থাকুন। এছাড়াও আনঅথরাইজড ব্যক্তি বা প্ল্যাটফর্মের কাছে নিজের ব্যাঙ্ক ডিটেলস কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য দেবেন না। যে ব্যক্তি বা কোম্পানির তরফে বিনিয়োগের প্রস্তাব দেওয়া হচ্ছে তার প্রমানপত্র ও সত্যতা যাচাই করে নিন। অনলাইনে কোন নেতিবাচক রিভিউ আছে কিনা দেখে নিন। প্রতিষ্ঠিত ও সুপরিচিত ট্রেডিং প্ল্যাটফর্মগুলির মাধ্যমেই বিনিয়োগ করুন।

Related Articles