
The Truth of Bengal: টানটান উত্তেজনাপূর্ণ বিশ্বকাপ আশা করলেও এখন পর্যন্ত সেভাবে বিশ্বকাপের আমেজ পাওয়া যাচ্ছে না। হয়নি উদ্বোধনী অনুষ্ঠানও। বিশ্বকাপের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচের দিন ঘনিয়ে আসছে। ভারত-পাকিস্তানের সেই দ্বৈরথের কারণে কিছুটা বিশ্বকাপের আমেজ পাওয়া যাচ্ছে। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের উত্তাপের ঝাঁজ আরও বাড়বে । উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই বিশ্বকাপ মাঠে গড়িয়েছে। এই মেগা ইভেন্টের আগে এমন অনুষ্ঠান না হওয়া নিয়ে কোনো ব্যাখ্যাও দেয়নি ভারতীয় ক্রিকেট কনট্রোল বোর্ড (বিসিসিআই)। তবে এবার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে।
ভারত-পাকিস্তান ম্যাচের আগে জমকালো এক অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে।আগামী শনিবার ১৪ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গড়াবে ভারত-পাকিস্তান ম্যাচ। উত্তেজনার বারুদে ঠাঁসা এ ম্যাচের নিরাপত্তা নিশ্চিত করতে ১১ হাজার নিরাপত্তা কর্মী নিয়োজিত করা হবে বলে জানানো হয়েছে। এবার জানা গেছে, এই ম্যাচের আগে আধা ঘণ্টার অনুষ্ঠান হতে পারে। এই ম্যাচে ভারত-পাকিস্তান ম্যাচে উপস্থিত থাকবেন গোল্ডেন টিকিটপ্রাপ্ত অতিথিরা।
বিশ্বকাপের আগে গোল্ডেন টিকিট তুলে দেওয়া হয়েছিল ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার, দক্ষিণের কিংবদন্তি নায়ক রজনীকান্ত এবং বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চনের হাতে। ভারত-পাকিস্তান ম্যাচে তারা ছাড়াও থাকবেন আরও কয়েকজন ভিআইপি ব্যক্তি।তবে এই অনুষ্ঠানে কারা পারফর্ম করবেন তা জানা যায়নি। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে গান পরিবেশনের কথা ছিল কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে, গায়ক ও সঙ্গীত পরিচালক শঙ্কর মহাদেবান, কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল ও অরিজিৎ সিংয়ের। বলিউডের নায়ক রনভীর সিং ও নায়িকা তামান্না ভাটিয়ার পারফরম্যান্স থাকবে বলেও শোনা গিয়েছিল।
Free Access