খেলা

মহিলা রেফারি এবার এশিয়ান কাপে

Women referees in the Asian Cup

The Truth of Bengal: ফুটবল মাঠের রেফারি হিসেবে একটা সময় পর্যন্ত পুরুষদের কথাই ভাবা হত। সময়ের সঙ্গে এই কাজেও পা পড়েছে মহিলাদের‌ ।  ফুটবল বিশ্বকাপের মতো বড় মঞ্চে ম্যাচ পরিচালনার গুরুদায়িত্ব দেওয়া হয়েছিল মহিলা রেফারিদের। ২০ নভেম্বর থেকে শুরু হ ওয়া  কাতার বিশ্বকাপে রেকর্ড ছয়জন মহিলা রেফারি ছিলেন ন। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে যা প্রথম। খেলাটির ছোট-বড় সবরকম নিয়ম, দুর্দান্ত ফিটনেস এবং বহু বছরের কঠোর পরিশ্রমের পর বিশ্বকাপে মঞ্চে দেখা যাবে ইয়ামাসিতা ইয়োশিমি ,সালিমা মুকানসাঙ্গা এবং স্টেফানি ফ্রেপপার্টদের।

আর এবার এশিয়ান কাপে পুরুষদের ফুটবল ম্যাচে  ম্যাচ পরিচালনা করবেন মহিলা রেফারিরা। এশিয়ান কাপের ইতিহাসেও যা প্রথম বার। জাপানের ইয়োসিমি ইয়ামাশিতা-সহ মোট পাঁচ জন মহিলা রেফারিকে পুরুষদের ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। ২০২২ সালের কাতার বিশ্বকাপেও ম্যাচ পরিচালনা করেছিলেন ইয়ামাশিতা। এ বার এশিয়ান কাপেও দেখা যাবে তাঁকে।২০২৩ এএফসি এশিয়ান কাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। গতবারের চ্যাম্পিয়ন, কাতার দেশেই হতে চলেছে এশিয়ার সবচেয়ে বড় ফুটবল প্রতিযোগিতা। যেখানে প্রথমবার ২৪ টি দেশ শ্রেষ্ঠত্বের শিরোপার জন্য লড়তে চলেছে। তবে টুর্নামেন্টে দলের সংখ্যা বাড়ানোতেই থেমে থাকেনি এএফসি।

এই এশিয়ান কাপেই প্রথমবার মহিলা রেফারি ম্যাচ পরিচালনা করবেন। এর পাশাপাশি ভিএআর প্রযুক্তির ব্যবহারও প্রথমবার হতে চলেছে এশিয়ান কাপে।১৯৩০ সাল থেকে বসছে ফুটবল বিশ্বকাপের আসর। কাতারে বসতে চলেছে ফিফা বিশ্বকাপের ২২তম আসর। আর সেই আসরেই সৃষ্টি হতে চলেছে এক নয়া ইতিহাস। যে ঘটনা এতবছরে কোনদিন ঘটেনি এবার সেই ঘটনার সাক্ষী থাকতে চলেছে ফুটবল বিশ্ব। বিশ্ব ফুটবলের ইতিহাসে প্রথমবার ফুটবল বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করবেন মহিলা রেফারিরা।

Related Articles