খেলা

পাকিস্তানের করণীয় বিষয় বললেন আক্রমণ

Pakisthan

The Truth of Bengal: জমে উঠেছে বিশ্বকাপ । মজে রয়েছে আমজনতা । ভারতীয় ক্রিকেট সমর্থকদের অনেকের ই আশা  চলতি বিশ্বকাপের সেমিফাইনালে আরও একবার ‘মহাযুদ্ধ’ হয়ত হতে পারে। কিন্তু, শ্রীলঙ্কার হারের পর যাবতীয় হিসেব গোলমাল হয়ে গেল। এখন পাকিস্তান আদৌ সেমিফাইনালে উঠতে পারবে কি না, সেটাই একেটা বড় প্রশ্নের মুখে এসে পড়েছে। তার উপর ইডেন গার্ডেন্স থেকে ভারতের ম্যাচটাও হাতছাড়া হওয়ার জোগাড়।

ভারতে অনুষ্ঠিত আইসিসি ওয়ানডে বিশ্বকাপে এখনও পর্যন্ত দুর্ধর্ষ খেলা দেখা গিয়েছে। ভারত পরপর আটটি ম্যাচে জিতে নিজেদের জয়ের ধারা অব্যাহত রেখেছে। আফগানিস্তানের পারফরম্যান্সও কিন্তু দেখার মতো! সবথেকে বড় কথা হল, আইসিসি ওডিআই বিশ্বকাপে ভারতই হল প্রথম দল, যারা সবার আগে সেমি-ফাইনালে পৌঁছেছে। আর দক্ষিণ আফ্রিকা হল সেমি ফাইনালে পৌঁছনো দ্বিতীয় দল। পাকিস্তান শেষ ১৯৯২ সালে প্রথম বিশ্বকাপ জিতেছিল ।

সেটাই শেষবার । তার পর আর জেতেনি । তবে ভারত পাকিস্তানের ম্যাচে পাকিস্তানকে দুরমুশ করুক ভারত এমনটাই  চাই আম জনতা । এদিকে  কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আক্রম পাকিস্তানকে শেষ চারে যাওয়ার  কথা বলছেন , সেক্ষেত্রে  পাকিস্তানকে  ব্যাটিং করতে হবে । একটা বড়সড় স্কোর খাড়া করা উচিত। পাকিস্তান যদি আগে ব্যাট করে ৩০০ রান তোলে, তা হলে ১৩ রানে শেষ করে দিতে হবে ইংল্যান্ডকে।

Free Access

Related Articles